T-20 ফরম্যাটে ভারতের উন্নতির স্বার্থে ধোনিকে ভারতীয় দলের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একের পর এক আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দলের ব্যর্থতা এবার হতাশ করে তুলছে বিসিসিআইকে। সাফল্য পাওয়ার জন্য এবার মরিয়া তারা। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলকে বিশাল সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছিল বিসিসিআই। দেশ-বিদেশ মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড করেছিল রোহিত শর্মার ভারত। কিন্তু শেষ পর্যন্ত তাতে লাভ হয়নি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একপেশেভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ভারত।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জাজনক হার একেবারেই মেনে নিতে পারছে না বিসিসিআইয়ের অন্দরমহল। ইতিমধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়কে একটি মিটিংয়ের জন্য আহ্বান জানিয়েছে তারা। টি-টোয়েন্টি দলে অবশ্যই কিছু পরিবর্তন হবে এবং সেটা এই তিন ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।

এরই মধ্যে সুত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে বিসিসিআই এবার প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতীয় দলের হয়ে কোন একটি ভূমিকায় দেখতে আগ্রহী হয়ে উঠেছে। ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ককে ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে সেট-আপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য খুব শীঘ্রই অনুরোধ জানাবে বিসিসিআই। হবে তার ভূমিকাটা দলের মধ্যে ঠিক কি হবে সেটা এখনো স্পষ্ট নয়।

dhoni re

এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় ধোনিকে ভারতীয় দলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই বিশ্বকাপে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স করে শুরুতেই ছিটকে গিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে ধোনির বেশি কিছু করার ছিল না কারণ তিনি ভারতীয় দলের সঙ্গে ছিলেন মাত্র কয়েক সপ্তাহ। এবার তাকে ভারতীয় দলে একটি স্থায়ী পদ্ধতিতে আগ্রহী বিসিসিআই। তিনটি ফরমেটে ভারতীয় দলকে সামলাতে গিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের ওপর যাতে অত্যন্ত বেশি চাপ না পড়ে যায় সেই ব্যাপারটা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

বিসিসিআই কর্তারা আশা করছেন যে আসন্ন আইপিএলের পর ধোনি খেলোয়াড় জীবনকে চিরতরে বিদায় জানাবেন এবং তার হাতে প্রচুর অবসর সময় থাকবে। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ভারতীয় ক্রিকেট টি-টোয়েন্টি দলের উন্নতির স্বার্থে কাজ করতে রাজি হয়ে যাবেন বলেই ধারণা বিসিসিআইয়ের। তবে গোটা ব্যাপারটাই নির্ভর করছে ধোনির সহমতের ওপর। চলতি নভেম্বর মাসের শেষের দিকে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। যদিও এখনও এই মিটিংয়ের নির্দিষ্ট দিন নির্বাচন করা হয়নি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর