বঞ্চিত সেওবাগ, যুবরাজরা! নিয়ম ভেঙে এই প্রিয়পাত্রকে BCCI-এর গুরুত্বপূর্ণ পদে আনছেন জয় শাহ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নির্বাচকের কাজটা আকর্ষণীয় মনে হলেও আসলে ওই কাজটির সঙ্গে যুক্ত হওয়ার অর্থ কাঁটার মুকুট পরিধান করা। আপনি কখনোই সমর্থক বা বিশেষজ্ঞদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারবেন না এই দায়িত্ব নিয়ে। তার ওপর রয়েছে দায়িত্বের সাথে মানানসই না হওয়া বেতন। ফলে অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারই ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করতে চান না। বিসিসিআই বছরে মাত্র এক কোটি টাকা বেতন হিসাবে দেয় প্রধান নির্বাচককে। সেই সময় অন্য কোনও কাজে ব্যস্ত থাকলে কম পরিশ্রমে অনেক বেশি অর্থ উপার্জন করার সুযোগ থাকে প্রাক্তন ক্রিকেটারদের সামনে।

তাই বিসিসিআই এবার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে এই মুহূর্তে ভারতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার অজিত আগারকর। কিছুদিন আগেও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের পদে ছিলেন তিনি, কিন্তু এই কাজের জন্য ওই লোভনীয় টাকার কাজে ছেড়ে এসেছেন তিনি। কিন্তু আগারকর এক বোর্ড কর্তার কাছে সোজাসুজি জানিয়ে দিয়েছিলেন যে একমাত্র বেতন বৃদ্ধি করা হলে তিনি এই কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। জয় শাহের সঙ্গে সুসম্পর্ক রাখা এই তারকাকে সেই প্রতিশ্রুতিই দিয়েছে বোর্ড।

আজ, শুক্রবার অর্থাৎ ৩০শে জুন ভারতীয় দলের নির্বাচক কমিটির প্রধান নির্বাচক পদের জন্য আবেদন করার শেষ দিন। এই পদের জন্য, ৩০ জুন কিছু নাম বাছাই করা হবে, যাদের সাক্ষাৎকার আগামীকাল অর্থাৎ ১ জুলাই অনুষ্ঠিত হবে। শোনা যাচ্ছে জয়ের শহর সঙ্গে সুসম্পর্ক রাখা আগারকার ছাড়া আর কেউই এই কাজের প্রতি এখনো অবধি খুব একটা উৎসাহ দেখাননি।

ajit agarkar

প্রসঙ্গত, সব নিয়ম মেনে এই প্রক্রিয়া অনুষ্ঠিত হলে প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মার মতোই উত্তরাঞ্চল থেকেই কাউকে এই পদে নিয়োগ করা হতো। কিন্তু যেহেতু সেখান থেকে আর কোনও বড় নাম ছিল না, তাই বিসিসিআই তাদের তৈরি করা এই নীতি না মেনে পশ্চিমাঞ্চলের প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকারকে ভারতীয় দলের পরবর্তী প্রধান নির্বাচক করার সিদ্ধান্ত নিয়েছে। অন্দরমহল থেকে অবশ্য দাবী করা হচ্ছে যে বাধ্য হয়ে তাদের এই উদ্যোগ নিতে হয়েছে।

মাঝে কানাঘুষো শোনা গিয়েছিল যে প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওবাগকে এই পদে আবেদনের জন্য অনুরোধ জানিয়েছে বিসিসিআই। কিন্তু সেওবাগ নিজে প্রকাশ্যে এসে সেই দাবি একেবারেই ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি এই মুহূর্তে ধারাভাষ্য, বিজ্ঞাপন ইত্যাদি একাধিক কাজের সঙ্গে যুক্ত এবং একজন ভারতীয় নির্বাচকের যা মাইনে তার থেকে অনেক বেশি টাকাই রোজগার করে থাকেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর