বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে বিরাট কোহলি এখন আর কোনও ফরম্যাটেই ভারতের অধিনায়ক নন। কোহলি হঠাৎ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর, কাকে টেস্টের নতুন অধিনায়ক করা উচিত সেই নিয়ে জল্পনা-কল্পনার অন্ত ছিল না। সেই নিয়ে ভাবনায় ছিল বিসিসিআইও। এখন শোনা যাচ্ছে বিসিসিআই ঠিক করেছে যে টেস্ট ক্রিকেটের পরিপ্রেক্ষিতে এমন একজনই খেলোয়াড় আছেন যিনি বিরাট কোহলির পরিবর্তে নতুন টেস্ট অধিনায়ক হওয়ার যোগ্য।
আগামী সপ্তাহে বিসিসিআই অফিসিয়ালি রোহিত শর্মার হাতে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেবে বলে জানা যাচ্ছে। বিসিসিআই আগেই স্পষ্ট করে দিয়েছিল যে বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক রাখার ধরণ তাদের পছন্দ নয়। এর থেকেই স্পষ্ট হয়ে গেছে যে শুধুমাত্র ওয়ান ডে বা টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নয়, রোহিত শর্মা এখন ভারতীয় টেস্ট দলেরও নেতৃত্বর দায়িত্ব সামলাবেন।
বিসিসিআই কর্মকর্তাদের একটি সূত্র মারফত জানা গেছে যে, নির্বাচক, ক্রিকেটার, কোচ, সবার মনে অধিনায়ক হিসেবে এখন একটাই নাম, রোহিত শর্মা। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সিরিজের জন্য দল নির্বাচনের পর ঘোষণা করা হবে। আগামী সপ্তাহে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল বেছে নিতে ভারতীয় নির্বাচকদের বৈঠক রয়েছে।
এরই মধ্যে আজ ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। প্রথম ম্যাচ জিতে তারা সিরিজে এগিয়ে গেছে। আজ জিতলে সিরিজও পকেটে পুরে ফেলা যাবে। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে নিজের প্রথম তিনটি সীমিত ওভারের সিরিজ জয় করার রেকর্ড গড়বেন হিটম্যান-ও।