লাদাখে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারত- চীন সীমান্ত। 15 ই জুন মধ্যরাতে হঠাৎই লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের ফলে ভারতের 20 জন সেনা জওয়ান শহীদ হয়েছেন, অপরদিকে চীনের 43 জন সেনা জওয়ান মৃত এবং আহত। চীনের এই বর্বরোচিত ঘটনার ফলে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। দেশজুড়ে চীনা পণ্য বয়কটের জন্য দল মত নির্বিশেষে প্রতিবাদ শুরু হয়েছে।
আর ভারত চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কপালে। কারন এই মুহূর্তে আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে চীনের মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। 2018 সালে ভিভোর সঙ্গে পাঁচ বছরের জন্য 2199 কোটি টাকার চুক্তি করে বিসিসিআই। এমন পরিস্থিতিতে যদি দেশজুড়ে চীনা পণ্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে বড়সর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে।
আইপিএলের টাইটেল স্পন্সর তো সরাসরি চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। অপরদিকে বিসিসিআইয়ের সহযোগী স্পনসর পেটিএম এবং সুইগিতেও চীনের অংশ রয়েছে। আর এমন পরিস্থিতি যদি চীনা পণ্য পুরোপুরি ভাবে বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার তাহলে প্রায় 1675 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। এছাড়াও আলাদা ভাবে আরও এক হাজার কোটি টাকার ক্ষতির মুখ দেখতে হবে বিসিসিআইকে।