IPL-এর মাঝেই এবার পাকিস্তানকে বড় ধাক্কা দেবে BCCI! মাস্টারপ্ল্যান তৈরি বোর্ডের

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) এখন ধীরে ধীরে প্লে-অফের দিকে এগোচ্ছে। লিগে আর মাত্র ১৫ টি ম্যাচ বাকি রয়েছে। এরপরেই জানা যাবে যে, প্লে-অফে কোন চারটি দল একে অপরের মুখোমুখি হবে। এমন পরিস্থিতিতে প্লে-অফে খেলা সব দলই চাইবে তাদের সেরা খেলোয়াড়রা যেন ফিট থাকে এবং দলের সঙ্গে উপস্থিত থাকে। কিন্তু এরই মধ্যে পাকিস্তান সিরিজের জন্য অনেক খেলোয়াড়কে ফেরত ডেকেছে ইংল্যান্ড। এই কারণে BCCI (Board of Control for Cricket in India)-এর ওপর ক্ষুব্ধ IPL ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু BCCI এবার পাকিস্তানকে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করেছে।

BCCI ECB-কে বোঝানোর চেষ্টা করছে: T20 বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ও ইংল্যান্ড দল খেলবে T20 সিরিজ। এজন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের একাধিক খেলোয়াড়কে ডেকে পাঠিয়েছে। এই খেলোয়াড়রা বর্তমানে IPL-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ অংশ। মূলত, ECB-র সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকরা BCCI-এর কাছে অভিযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, নিলামে খেলোয়াড়দের উপস্থিতি অনুযায়ী তাঁদের কেনা হয়। এক্ষেত্রে কোনো খেলোয়াড় চোট পেলে কোনো সমস্যা হতো না। কিন্তু কোনো চোট ছাড়াই হঠাৎ এই সিদ্ধান্ত দলের বড় ক্ষতি করতে পারে।

Big news for KKR as BCCI takes important steps.

এদিকে, ফ্র্যাঞ্চাইজির এহেন অভিযোগের পর BCCI ওই খেলোয়াড়দের আটকানোর জন্য উঠেপড়ে লেগেছে। পাশাপাশি, ECB-র সাথে আলোচনাও চলছে। এমতাবস্থায়, ভারতীয় বোর্ড এটা করতে সফল হলে পাকিস্তানি দলের প্রস্তুতি ভেস্তে যেতে পারে। এছাড়াও, এই বড় খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে, দর্শকও হ্রাস পেতে পারে। যা বিশাল ক্ষতির কারণ হবে।

আরও পড়ুন: ফের চিনকে টেক্কা! ড্রাগনদের হারিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশ হল ভারত

এই ফ্র্যাঞ্চাইজিগুলি লোকসানের মুখে পড়তে পারে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ECB তার আটজন খেলোয়াড়কে ডেকেছে। যার মধ্যে ৩ জন খেলোয়াড় (জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টন, স্যাম কুরান) পাঞ্জাব কিংসের মূল দলের অংশ। পাশাপাশি, ২ জন খেলোয়াড় (রিস টপলে এবং উইল জ্যাকস) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলের অংশ। এছাড়াও, একজন চেন্নাইয়ের (মঈন আলী), একজন কলকাতার (ফিল সল্ট) এবং একজন রাজস্থানের (জস বাটলার)।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ধেয়ে আসছে জোড়া সৌরঝড়, ভয়াবহ বিপদের আশঙ্কায় ঘুম উড়ল সবার

জানা গিয়েছে যে, বাটলারের বিদায় নিশ্চিত হয়েছে। এদিকে, ফিল সল্ট প্লে-অফ পর্যন্ত থাকবেন। বাকি ৬ জন খেলোয়াড় থাকবেন নাকি ফিরে যাবেন সে বিষয়ে এখনো কোনো ঠিক নেই। এমন পরিস্থিতিতে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ, নাইট রাইডার্স ইতিমধ্যেই প্লে-অফে প্রায় পৌঁছে গিয়েছে। পাশাপাশি বাকি দু’টি দলেরও প্লে-অফে পৌঁছনোর সম্ভাবনা সবচেয়ে বেশি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর