জন্মদিনে দেখে নিন ধোনির এমন পাঁচ বিশ্বরেকর্ড যা স্বর্ণাক্ষরে লেখা ক্রিকেটের ইতিহাসে

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর 15 ই আগস্ট হঠাৎই সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহন করুন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি যে এভাবে অবসর গ্রহন করবেন তা কেউই ভাবতে পারেন নি। হঠাৎ ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।
ধোনি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক। তাই আজ ধোনির জন্মদিনে দেখে নেওয়া যাক এমন কিছু বিশ্বরেকর্ড করেছেন ধোনি যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে।

তিনটি আইসিসি ট্রফি জয়:- বিশ্ব ক্রিকেটে ধোনিই একমাত্র অধিনায়ক যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ধোনি ছাড়া এই রেকর্ড আর কোন অধিনায়কের নেই।

post image 45f3e2f 2575

ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক নট আউট:- ধোনি বিশ্বের সেরা ফিনিশার হিসেবে পরিচিত। ধোনি ওয়ানডে ক্যারিয়ারে 78 বার নটআউট থেকেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন।

dc Cover j9hreddn1mvqkrdon7dll26dr0 20170904091433.Medi

সর্বাধিক স্ট্যাম্পিং:- একজন ভালো ব্যাটসম্যান এর পাশাপাশি উইকেট রক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন ধোনি। ধোনি নিজের সময় বিশ্বের সবথেকে ভালো উইকেট রক্ষক ছিলেন। ধোনি তার ক্যারিয়ারে মোট 178 টি স্ট্যাম্পিং করেছেন।

dhoni 5

সবচেয়ে দামি ব্যাট ব্যবহার:- 2011 বিশ্বকাপে ধোনি যে ব্যাটে খেলেছিলেন সেটি নিলামে 10 মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে বিক্রি হয়েছিল।

170921617

উইকেট রক্ষক হিসেবে বোলিংয়ের রেকর্ড:- আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট রক্ষকদের সাধারণত বোলিং করতে দেখা না। কিন্তু একজন উইকেটকিপার হয়েও ধোনি 9 টি আন্তর্জাতিক ম্যাচে বোলিং করেছেন ধোনি।


Udayan Biswas

সম্পর্কিত খবর