জলচুরি রুখতে তৎপর কাঁকসা প্রশাসন, অভিযান চালালো বিডিও

সনাতন গরাই,দুর্গাপুর:খবরের অভিযান যখন ব্যাপক মাত্রায় বেড়ে যায় তখন প্রশাসনিক মহলেরও ঘুম ভেঙে যায়।বেশ কয়েকমাস আগে থেকে বেআইনিভাবে পাম্প এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল তুলে বিক্রি করছে মুনাফালোভী মাফিয়া ব্যাক্তিরা,এই অবৈধ জল ট্যাংকারে করে চলে যাচ্ছে দুর্গাপুরের বিস্তীর্ন এলাকায়,এই জন্য সরকারের কোনো অনুমতি ছিল না।এই অবৈধ জল বিক্রির কেরামত সংবাদমাধ্যমে প্রকাশ হয়।তারপরই ঠিক ব্যাবস্থা গ্রহণ করতে শুরু করলো প্রশাসনিক কর্তারা।গত বুধবার ধবনীর ফাঁকা মাঠে অবৈধ ডিপ টিউবওয়েলের ওপর অভিযান চালিয়ে বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে।ফের শুক্রবার অভিযান চলে কাঁকসায়।বাঁশকোপা টোলপ্লাজার পাশের মাঠে ধবনীর মতো অবৈধভাবে চলছিল জলের পাচার।সংবাদে নজরে আসতেই কড়া পদক্ষেপ গ্রহণ করে জল আধিকারিক দপ্তর।শুক্রবার অভিযানে বাজেয়াপ্ত হয় বিভিন্ন জল তোলার সামগ্রী।

IMG 20190727 WA0009

শুক্রবার ওয়াটার ডিপার্টমেন্টের আধারিকরা কাঁকসা পুলিশ ও কাঁকসার বিডিওকে নিয়ে অভিযান চালান।স্থানীয় এক ব্যাক্তি পাণ্ডব পাল এই জল কারবারের সাথে যুক্ত,অবশ্য তিনি পরিস্থিতির চাপে পরে পুরোটাই স্বীকার করে নেন।এই জল পাচারের সমস্ত বিষয়টি ভিডিও করে রাখা হয় এবং এই তথ্য থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।দুর্গাপুরের গোপনে আরো কোথায় এই জল কারবার চলছে সেদিকেও চলবে এই অভিযান।

Udayan Biswas

সম্পর্কিত খবর