আবাস যোজনার টাকা ‘হাপিস’! ৩ TMC নেতা সহ ২৫ জনকে চরম ‘শিক্ষা’ দিল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ আবাস যোজনার (Awas Yojana) ক্ষেত্রে ‘একলা চলো নীতি’ অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্র (Central Government) টাকা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষার কাজ। এর মাঝেই সামনে আসছে বড় খবর! প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতানোর অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।

  • আবাস যোজনার (Awas Yojana) উপভোক্তাদের টাকা হাতানোর অভিযোগে তোলপাড়!

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এফআইআরের তালিকায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মবেজুল গাজি, শ্বশুর খালেক গাজি এবং তৃণমূলের বুথ সভাপতি মোস্তাফা কয়ালের নাম রয়েছে বলে খবর।

রায়দিঘি বিধানসভার অধীন নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে পিএম আবাস যোজনার (Awas Yojana) টাকা নিয়ে তছরুপের অভিযোগ ওঠে। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। দোষীদের শাস্তির দাবিতে উচ্চ আদালতে ছোটেন স্থানীয় বাসিন্দা তথা বিজেপি কর্মী দীপু বর। একটি জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি।

আরও পড়ুনঃ পুলিশ-হোমগার্ডে নিয়োগ নিয়ে ডিজিকে বড় নির্দেশ! কারা সুযোগ পাবেন? কী বললেন মমতা

সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তে ২৭ জনের বিরুদ্ধে আবাস যোজনার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণ হয়। এরপর তাঁদের টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়।

Pradhan Mantri Awas Yojana
আবাস যোজনার প্রতিনিধিত্বমূলক ছবি

গত বছর নভেম্বর মাসে ওই ২৭ জন ব্যক্তির কাছে টাকা ফেরতের নোটিশ পাঠানো হয়। ১ লাখ ২০ হাজার টাকা করে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সময় দেওয়া হয়েছিল ১৫ দিনের। এরপর প্রায় ১ বছর অতিক্রান্ত। তবে এখনও অবধি ৩০ লক্ষের মধ্যে মাত্র সাড়ে ৩ লক্ষ টাকা ফেরত এসেছে বলে খবর।

শেষমেশ গত সপ্তাহে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও নাজির হোসেন। ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। আবাস যোজনার (Awas Yojana) টাকা হাতানো বাকি দু’জন টাকা ফেরত দিয়ে দেওয়ায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রসঙ্গে বিডিও বলেন, ‘বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। কয়েকজন টাকা ফিরিয়েছেন। বাকি কেউ কেউ অল্প অল্প টাকা ফেরত করেছেন। যারা টাকা ফেরত দিতে পারেননি, তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে’। অন্যদিকে রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেন, দলের তরফ থেকে কাউকে আড়াল করা হবে না। তবে সরকারি কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর