পুরনো গাড়ি কেনাবেচার আগে হয়ে যান সাবধান! সরকারের এই একটি সিদ্ধান্তেই মাথায় হাত আমজনতার

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি আপনার পুরনো গাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে উদ্বেগের খবর। কারণ, সরকার এবার পুরনো গাড়ি বিক্রির ওপর GST বাড়িয়েছে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, পুরনো গাড়ি বিক্রি এবং কেনার ক্ষেত্রে আগের থেকে বেশি টাকা খরচ করতে হবে।

GST নিয়ে সামনে এল বড় আপডেট:

এমতাবস্থায়, যাঁরা পুরনো গাড়ি কিনতে চলেছেন তাঁদের ওপর এর প্রভাব বেশি পড়বে। কারণ, এখন তাঁদের আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সিদ্ধান্তের প্রভাব ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও দেখা যাবে।

Be careful before buying old cars GST.

দিতে হবে ১৮ শতাংশের GST: জয়সলমীরে হওয়া GST কাউন্সিলের ৫৫ তম বৈঠকে, পুরনো এবং ব্যবহৃত যানবাহনের ওপর করের হার বাড়ানো হয়েছে। এর আগে সরকার ১২ শতাংশ হারে GST আদায় করত। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ শতাংশ হারে কর আদায় করা হবে। এখানে লক্ষণীয় যে এই নিয়ম শুধুমাত্র পেট্রোল-ডিজেল গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বরং সিএনজি ও ইলেকট্রিক গাড়িতেও এই নিয়মের প্রভাব পরিলক্ষিত হবে। এর মানে হল, আপনি যদি একটি পুরনো EV কিনতে চান সেক্ষেত্রেও আপনাকে ১৮ শতাংশ হারে GST দিতে হবে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার একইসাথে এই ব্যাঙ্ক এবং ফাইন্যান্স কোম্পানির ওপর বিপুল জরিমানা RBI-এর

জানুয়ারিতেও হতে পারে বৈঠক: বিমা বিষয়ে মন্ত্রীদের গ্রুপের নেতৃত্ব প্রদানকারী বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বলেছেন যে গোষ্ঠী, ব্যক্তিগত এবং প্রবীণ নাগরিকদের বিমা নীতির ওপর কর নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটি বৈঠকের প্রয়োজন রয়েছে। যেটি আগামী জানুয়ারিতে সম্পন্ন হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: গুকেশকে নিয়েই ব্যস্ত সবাই! বিশ্বকাপে খেলতে ভিসা না পেয়ে সাহায্য চাইছেন ভারতের এক নম্বর দাবাড়ু অর্জুন

জানিয়ে রাখি যে, GST কাউন্সিলের বৈঠকে বিমা, বিলাসবহুল পণ্য, এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর মতো বিভিন্ন ক্ষেত্রের হারের সমন্বয় সহ অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিকে, গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল যে GST কাউন্সিল লাইফ এবং হেলথ ইন্সুরেন্স পলিসির জন্য প্রিমিয়ামের ওপর GST হার হ্রাস করার লক্ষ্যে প্রস্তাবগুলি বিবেচনা করতে পারে। যদিও, এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর