সাবধান! বিশ্বজুড়ে চুরি হয়েছে ৩ কোটিরও বেশি ডেবিট আর ক্রেডিট কার্ডের তথ্য

বাংলাহান্ট ডেস্কঃ ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য চুরি ও তা প্রতারনার কাজে ব্যবহার করা বর্তমান বিশ্বের এক ভয়ানক সমস্যা। জানা গিয়েছে বিশ্বের ৩ কোটির ও বেশি ডেবিট আর ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। অনলাইনে পেমেন্ট করার সময় অজান্তেই কার্ডের সব তথ্য চুরি করে নিয়েছে হ্যাকাররা।

বলা হচ্ছে, এই ঘটনা বিশ্বের বৃহত্তম হ্যাকিং। ফ্রড ইন্টেলিজেন্স কোম্পানি Gemini Advisory জানিয়েছে যে ৮৫০টি দোকান থেকে ৩ কোটি লকের পেমেন্ট রেকর্ড চুরি হয়েছে।  চুরি যাওয়া ব্যাংকিং তথ্য অনলাইনে জোকার্স স্ট্যাশ (Joker’s Stash) নামক এক সংস্থার কাছে বিক্রির জন্য হ্যাকাররা জমা করেছে বলেও দাবি Gemini Advisory এর।

debit cards 1551867336

জোকার্স স্ট্যাশ(Joker’s Stash) -এর দাবি এই ৩ কোটি কার্ড WaWa গ্রাহকদের। WaWa একটি বিখ্যাত মার্কিন সংস্থা । Gemini Advisory জানিয়েছে যে WaWa-তে যে কার্ড ব্যবহার করা হয়েছে তাঁদের তথ্য হ্যাক করেছে হ্যাকার রা। গত ডিসেম্বরে WaWa-র সার্ভারে ম্যালওয়ার হানা হয়। যার জন্য বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল সংস্থার পেমেন্ট ব্যবস্থা। ওই সময়ই হ্যাকিংয়ের জেরে তথ্য ফাঁস হয় বলে জানা যাচ্ছে,

ভারতেও যখন তখন হতে পারে এই ধরনের তথ্য ফাঁস। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  রক্ষী বিহীন এ টি এম বা এ টি এম এ কারো থেকে সাহায্য নেবার ক্ষেত্রে সাবধান হোন। কোনো অবস্থাতেই কাউকে ATM PIN বা CVV জানাবেন না। নামাবেন না team viewer জাতীয় আপগুলিও।


সম্পর্কিত খবর