ধারেকাছে নেই বলিউড, দক্ষিণে বিস্ট-কেজিএফ চ‍্যাপ্টার ২-এর সংঘর্ষে সুনামি বক্স অফিসে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গৌরবের দিন অস্তাচলে গিয়েছে বলিউডের (Bollywood)। বিগত কয়েক মাসে হিন্দি ইন্ডাস্ট্রির একমাত্র ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছাড়া আর কোনো ছবিই তেমন ব‍্যবসা করতে পারেনি। অন‍্যদিকে দক্ষিণে ছবিটা একেবারেই অন‍্য রকম। একমাত্র প্রভাসের ‘রাধে শ‍্যাম’ বাদে আর যেকটি ছবি মুক্তি পেয়েছে সবকটিই প্রায় হিট হয়েছে বক্স অফিসে। আগামীতে মুক্তির অপেক্ষায় থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) ‘বিস্ট’ (Beast) এবং যশের ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ (KGF Chapter 2)।

সুপারহিট কন্নড় ছবি ‘কেজিএফ’ এর সিক‍্যুয়েল হল এই চ‍্যাপ্টার ২। আগামীকাল অর্থাৎ ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটি। ‘আর আর আর’ এর পর কেজিএফের সিক‍্যুয়েল ছবি যে আরেকটি ব্লববাস্টার হতে চলেছে তার ইঙ্গিত মিলেছে টিকিটের আগাম বুকিং দেখেই।


ফিল্ম সমালোচকদের মতে, কেজিএফ চ‍্যাপ্টার ২ বক্স অফিসে সুনামি আনবে। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আর আর আর কেও ছাপিয়ে গিয়েছৈ এই ছবি। করোনা পরবর্তী সময়ে এই ছবির টিকিটই সবথেকে বেশি আগাম বিক্রি হয়েছে। মুক্তির দিন থেকেই ঢালাও ব‍্যবসার সম্ভাবনা রয়েছে, যেটা পরবর্তী কালে আরো বাড়বে।

পিছিয়ে নেই বিজয়ের ‘বিস্ট’ও। বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আগাম বুকিংয়ের ক্ষেত্রে তামিলনাড়ুই সবথেকে বেশি এগিয়ে ছিল। রবিবার পর্যন্ত বিস্টের সবকটি শোই হাউজফুল রয়েছে। দর্শকরা আগামী সোমবারের টিকিট কাটাও শুরু করে দিয়েছেন।


বিস্টের আরো কিছু সুবিধা রয়েছে। বলিউডে বরুণ ধাওয়ান ছবিটির হিন্দি ট্রেলার শেয়ার করেছেন। সবথেকে বড় কথা, খোদ কিং খান থালাপতি বিজয়ের প্রশংসা করেছেন। এসবই হিন্দি মার্কেটে ছবির ব‍্যবসায় অনুকূল হবে বলেই আশাবাদী ফিল্ম বিশেষজ্ঞরা।

দক্ষিণে মুখোমুখি টক্কর হবে বিস্ট এবং কেজিএফ চ‍্যাপ্টার ২ এর। কিন্তু হিন্দি দর্শকরা যশের কেজিএফ সিক‍্যুয়েলের দিকেই বেশি ঝুঁকবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবেও দুটি ছবিই বক্স অফিসে যথেষ্ট সফল হবে বলেই দাবি তাদের।

সম্পর্কিত খবর

X