সুদ সমেত সমস্তটা ফেরত দেওয়া হবে, যতটা হজম হবে ততটা পেটানঃ দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ জেপি নাড্ডার কনভয়ে হামলার পরিপ্রেক্ষিতে ফেসবুকে এক আক্রমণাত্মক পোস্ট করলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার পর আবারও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন স্যোশাল মিডিয়ায়।

দুদিনের সফরে বুধবার বাংলায় এসেছিলেন জেপি নাড্ডা। বুধবারের কর্মসূচী নির্বিঘ্নে সম্পন্ন হলেও বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজন এবং জেলা নেতৃত্বদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় আচমকাই হামলা শুরু হয় জেপি নাড্ডার কনভয়ে। অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারে ঢোকার সময় ওনার গাড়িতে হামলা করে তৃণমূল কর্মীরা। ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ।

n n mn

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘এখানে গণহত্যার চক্রান্ত ছিল। যেভাবে দুষ্কৃতী এনে তৃণমূল রাস্তায় ইট পাটকেল লাঠি নিয়ে আক্রমণ করছেন, তাতে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টির সভাপতিও সুরক্ষিত নন। পাকিস্তান, আফগানিস্থান, সিরিয়াতেও এমন কাজ হয় না। এই ঘটনার নিন্দা করার কোন ভাষা নেই। ভারতীয় রাজনীতির এটা সবথেকে কলঙ্কময় দিন, কালো দিন’।

https://www.facebook.com/dilipghoshbjp/photos/a.920530154698560/3467674653317418/

এখানেই থেমে থাকলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের ফেসবুক প্রোফাইল থেকে তৃণমূলের উদ্দেশ্যে আরও একটি আক্রমণাত্মক পোস্ট করে লিখলেন, ‘আমি বলছি পেটান, ততটাই পেটান পরবর্তীকালে যতোটা হজম করতে পারবেন, লাল ডাইরিতে সব লিখে রেখেছি। সুদ সহ ফেরত দেব আমরা। বদল হবে বদলাও হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর