টিম ইন্ডিয়ার সবথেকে বড় শত্রু পেল ICC-র বিশেষ খেতাব, হতাশ বুমরাহ

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস আগেই প্লেয়ার অফ দ্য ইয়ারের সাথে সাথে প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারও দেওয়া শুরু করেছে আইসিসি। অর্থাৎ প্রতি মাসেই বিশ্ব সেরা প্লেয়ারকে পুরস্কৃত করছে তারা। এবারও সেই তালিকায় লড়াইয়ে ছিলেন জো রুট, জাসপ্রিত বুমরা, শাহীন আফ্রীদিরা। অবশ্য শুধু পুরুষ দলই নয় মহিলাদলের ক্ষেত্রেও মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করে আইসিসি।

এবার পুরুষদের ক্ষেত্রে সেই পুরস্কার জিতে নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধেও টেস্ট সিরিজের ৫০৭ রান করেছিলেন তিনি। সেঞ্চুরির পর সেঞ্চুরিতে কার্যত বিধ্বস্ত করে দিয়েছিলেন ভারতীয় বোলারদের। সেই কারণেই জাসপ্রিত বুমরা এবং শাহীন আফ্রীদিকে পিছনে ফেলে এই পুরস্কার জিতে নিলেন ইংল্যান্ড অধিনায়ক। সোমবারই একথা নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা করেছে আইসিসি।

একইসঙ্গে মেয়েদের ক্ষেত্রে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করে নিলেন আইরিশ অলরাউন্ডার আইমার রিচার্ডসন। আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন রিচার্ডসন। একদিকে যেমন বল হাতে ৪.১৯ ইকোনমি রেটে রান খরচা করে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি, তেমনই আবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতেও দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন আইমার। এই ম্যাচে ৪৯ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি সেই কারণেই আইসিসির মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এই মহিলা ক্রিকেটার।

https://twitter.com/ICCMediaComms/status/1437341086058487811?s=19

ছেলেদের ক্ষেত্রে কঠিন লড়াই হয়েছিল বুমরা এবং জো রুটের মধ্যে। তবে এক্ষেত্রে রুটকে বেছে নেওয়ার কারণ নিজেই ব্যাখ্যা করেছেন আইসিসি ভোটিং অ্যাকাডেমির অন্যতম প্যানেলিস্ট দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জেপি ডুমিনি। তিনি বলেন, “অধিনায়ক হিসেবে তার কাঁধে বড় দায়িত্ব ছিল, তার পরেও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। আমি সত্যিই মুগ্ধ হয়েছি যেভাবে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হয়েছিলেন।”


Abhirup Das

সম্পর্কিত খবর