কেন তৃণমূলে ভোট দেননি? গড়বেতায় বুথফেরত ভোটারদের মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় প্রথম দফা নির্বাচনেই উত্তপ্ত গড়বেতা (garhbeta)। তৃণমূলে (tmc) কেন ভোট দেওয়া হয়নি, এই অভিযোগে ২২৬ নম্বর বুথের ভোটারদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড।

বাংলার প্রথম দফার নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে নানারকম অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। কোথাও বিজেপির বিরুদ্ধে ইভিএম কারছুপির অভিযোগ করে আবারও নতুন করে ভোট করার দাবি জানিয়েছেন ভোটাররা, আবার কোথাও ইভিএম বিকলের ঘটনায় সমস্যায় পড়েছে ভোটররা।

tmc flags

আবার জঙ্গলমহলে গতকাল রাতেই বুথফেরত গাড়িতে আগুন লেগে ভস্মিভূত হয় ভোটকর্মীদের খাবার দেওয়ার গাড়ি। অন্যদিকে, পটাশপুরের বোমাবাজিতে আহত ওসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আবার পাকিস্তানী যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এরই মধ্যে আবার ভোটের সকালেই উত্তপ্ত হয়ে ওঠে গড়বেতার হেতোশোলের ২২৬ নম্বর বুথ। ভোটারদের অভিযোগ, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের উপর চড়াও হয়। তৃণমূলে কেন ভোট দেওয়া হয়নি, এই অভিযোগে তাদের বেধড়ক মারধরও করা হয়।


Smita Hari

সম্পর্কিত খবর