স্বর্গের অপ্সরাদেরও সৌন্দর্যে হার মানান ‘দ্য গ্রেট খালী’-র স্ত্রী! পাত্তা পাবেন না বলিউডের হিরোইনরাও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কুস্তিগীর খালিকে চেনেন না, এমন মানুষ খুব কমই আছেন। নিজের জগতে তিনি “দ্য গ্রেট খালি” নামে পরিচিত। তিনি ভারতের অন্যতম দর্শনীয় এবং শক্তিশালী কুস্তিগীর। কুস্তি সংক্রান্ত বিষয়ে উৎসাহী মানুষদের মুখে তার নাম সমসময়ই শোনা যায়। অনেকেই হয়তো জানেন না যে তার আসল নাম দিলীপ সিং রানা। তবে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় তিনি নন।

আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু হলো খালির স্ত্রী হরমিন্দর কৌর। খালির মতো বড় মাপের না হলেও তার স্ত্রী-কে একজন সেলিব্রিটিই বলা চলে। স্পেনের মাদ্রিদে বিদ্যাশিক্ষা অর্জন করা হরমিন্দর একসময় সিনেমা বা চলচ্চিত্র জগতেও কাজ করেছেন।

খালির স্ত্রী খুবকে অপরূপা সুন্দরী বলা চলে। নিজের সৌন্দর্যের কারণেই আজকাল বেশ আলোচনায় থাকেন এই কুস্তিগীর। খালি বিশ্বস্তরে তার গুণের কারণে পরিচিত। সেই সঙ্গে তার স্ত্রীয়ের সৌন্দর্য সম্পর্কেও খালি অনুরাগীদের মনে ধারণা হয়ে গিয়েছে। তার সৌন্দর্য দেখে খালির ভক্তরাও তাদের হৃদয় হারা হয়েছেন।

khali wife

অপরদিকে খালি নিজে যে খুব সুশ্রী তা নয়, বরং তার উচ্চতা নিয়েই বেশি আলোচনা হয়ে থাকে। তাই সেখানে। তবে সকলেই জানেন যে মানুষের গুণে তার আসল পরিচয়। তবে তাই বলে খালির স্ত্রী-র সৌন্দর্য অগ্রাহ্য করার মতো নয়। হরমিন্দর এত সুন্দর যে তার সামনে বড় বড় অভিনেত্রীদের ফিকে লাগতে পারে।

হরমিন্দর এবং খালির উচ্চতা ও পেশায় অনেক পার্থক্য, তবুও তাদের মধ্যে অনেক ভালবাসা রয়েছে। বর্তমানে যদিও তিনি কোনও কাজের সঙ্গে যুক্ত আছেন এমন খবর পাওয়া যায়নি। খালিও গত কয়েক বছর ধরে নিজের ক্রীড়া জগতের চেয়ে বিজ্ঞাপনের জগতে কাজ করেই বেশি রোজগার করে থাকেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর