দেশে গণতন্ত্র ফেরাতে হাতে অস্ত্র তুলে নিলেন মায়ানমারের ‘বিউটি কুইন”

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় ৫০ বছর মিলিটারি শাসনে থাকার পর গতবছর নির্বাচন হয়েছিল মায়ানমারে। বিপুল ভোটে জয়যুক্ত করে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডিকে ক্ষমতায় এনেছিল মানুষ। কিন্তু এর পরেই শাসকদলের বিরুদ্ধে ওঠে ভোট কারচুপির অভিযোগ। শুরু হয় সেনা অভ্যুত্থান। গ্রেফতার হন কাউন্সিলর আং সান সু কি সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। নভেম্বরের নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই গণ অভ্যুত্থান ঘটিয়ে মায়ানমার এফের একবার ক্ষমতা দখল করে বার্মিজ সেনা বা টাটমা দাও। কিন্তু এরপর থেকেই গণতন্ত্র ফেরানোর দাবিতে লড়াইয়ে নামেন সাধারণ মানুষ। এই সংসদ নির্বাচন রীতিমতো প্রভাব ফেলেছিল আমজনতার মধ্যে। এমনকি উদ্বেগ প্রকাশ করেছিল ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিও।

সরকারি গণমাধ্যমে প্রচারও বন্ধ করে দিয়েছিল সেনাবাহিনী। শুধু তাই নয় এক বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থাও। কিন্তু প্রায় ৭০০ জন সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারালেও মানুষের মধ্যে গণতন্ত্রের কামনা যে এখনো মরেনি তা ফের একবার প্রমান করলেন, মায়ানমারের বিউটি কুইন টার টেট টেট। ২০১৩ সালের  ‘Miss Grand International beauty pageant’ প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব অর্জনকারী ৩২ বছরের এই তরুণী এবার হাতে তুলে নিলেন মারণাস্ত্র। গণতন্ত্রের স্বার্থে এবার বিপ্লবকেই পথ হিসাবে বেছে নিলেন তিনি। এদিন টুইটে নিজের অস্ত্রধারী ছবি শেয়ার করে চে গুয়েভারার উক্তি বিখ্যাত উক্তিকে স্মরণ করেন তিনি। “বিপ্লব কোন আপেল নয়, যে তা আপনাআপনি গাছ থেকে পেকে মাটিতে পড়বে। আপনাকেই একে মাটিতে এনে ফেলার ব্যবস্থা করতে হবে।”এদিন নিজের ফেসবুক প্রোফাইল থেকেও মানুষকে এই বিপ্লবে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি লেখেন, “লড়াই করার সময় এসেছে। আপনার হাতে অস্ত্র, কলম, কি-বোর্ড বা টাকা যাই থাকুক না কেন, তা দিয়ে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে যোগ দিন। সবাই সহযোগিতা করলে তবেই এই বিপ্লব সফল হবে।”

ইতিমধ্যে মায়ানমারের ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে ভারতসহ অন্যান্য দেশগুলিও। দেশে গণতন্ত্র ফেরানোর ডাক দিয়েছে তারা। এমতাবস্থায় মায়ানমারের বিউটি কুইনের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন দেশ-বিদেশের ভক্ত-সর্মথকরা। আগামী দিনে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠবে তা বলা নিশ্চয়ই কঠিন, তবে তার এই সাহসী পদক্ষেপ যে রীতিমতো মন কেড়ে নিয়েছে সকলের তা বলাই বাহুল্য।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর