মাথা ভর্তি উকুন, তাই লজ্জা, ঘৃণাতে আত্মঘাতী যুবতী

 

বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটি শুনতে হাস্যকর হলেও এটিই সত্যি।প্রাণবন্ত হাসি আর চুলের সমারোহে পায়রাডাঙা র বছর ১৯ এর সুকন্যার কলেজে বেশ পরিচিতি ছিল। নিত্য নতুন প্রেমের আবেদন তাকে আর নতুন করে ভাবনায় ফেলে দিতনা। এই সুকন্যা ই গতকাল মানসিক দ্বন্দ্বে হেরে গিয়ে সুইসাইড করেন।

 

সংবাদ সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগে কলেজে ক্লাশ চলাকালীন সুকন্যা র একটি বন্ধু তার পাশে বসে তার চুলে থাকা উকুনের একটি ডিম আবিষ্কার করে। সুকন্যা সবার সামনে ঘটনাটি তে প্রতিক্রিয়া না দেখালেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

e39d1 img 20190610 wa0006

সেদিন থেকে শুরু হয় তার লড়াই। ক্রমাগত চুল বেঁছে, চুলে কালার করে তার অ্যামোনিয়া যুক্ত গন্ধ চুলে রেখে, উন্নত মানের শ্যাম্পু ব্যবহার করেও যখন মাথা থেকে একেবারেই সে উকুন ঝেড়ে ফেলতে ব্যর্থ হয় তখন বেঁছে নেয় এই অবলম্বন। গতকাল রাত্রে ঘুমের ওষুধ খেয়ে একটি সুইসাইড নোটে সব লিখে যায় সে।

সম্পর্কিত খবর