চোটের জন‍্য জীবনের শেষ বিশ্বকাপ খেলাটা অধরাই থেকে গেলো এই তারকা ক্রিকেটারের !

 

বাংলা hunt ডেস্ক : এইবছর আইপিএলের মাঝপথে আরসিবি তে যোগ দিয়েছিলেন ডেল স্টেইন ।সুযোগ পেয়ে সেই পুরানো মেজাজে পাওয়া গেছিলো এই তারকা পেসার কে।কিন্তু ছন্দপতন হয় তার দুই ম‍্যাচ খেলার পর।হঠাৎই ফের পুরানো চোটের ব‍্যাথায় কাবু হয়ে পড়েন স্টেইন।বিষয়টি এতো গুরুতর হয়ে দাড়ায় যে তাকে ফিরে যেতে হয়‌ দেশে।সামনে বিশ্বকাপ তাই তাকে নিয়ে কোনও প্রকার রিস্ক নিতে চাইনি দেশের ক্রিকেট বোর্ড।প্রসঙ্গত, স্টেইনের এই কাঁধের চোট বহুদিনের।এমনকি একবার অপারেশন করাতে হয়েছিলো।

 

কিন্তু এবার বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্রুত চিকিৎসা শুরু করা হলেও শেষ রক্ষা হলো না।চোটের অবস্থা এতটাই খারাপ যে জীবনে শেষ বিশ্বকাপ টা আর খেলা হলো না স্টেইনের।

fea27 img 20190604 wa0047

ইতিমধ্যে তার পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা ক‍রা হয়েছে দলের তরফে।বা – হাতি পেস বোলার বেউরান হেন্ড্রিক্স কে সুযোগ দেওয়া হয়েছে তার বদলে।প্রসঙ্গত, আগামীকাল সাউথহাম্পটনে ভারতের মুখোমুখি হতে চলেছে ডু – প্লেসিসরা।

সম্পর্কিত খবর