এই কারণে হিস-হিস শব্দ করে সাপ! জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: সাপ (Snake) হল এমনই একটি প্রাণী যেটিকে ভয় পান না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়া মুশকিল। প্রায় সকলেই এই সরীসৃপদের থেকে দূরে থাকতে পছন্দ করেন। তবে, তার পেছনে কারণও রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ প্রাণ হারান সাপের কামড়ে। যদিও, সাপকে আমরা ভয় পেলেও জেনে অবাক হবেন যে, সর্পকুলের অধিকাংশ সাপই হয় নির্বিষ।

তবে, সাপকে দেখেলেই আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এদিকে, সাপ আবার একটি অদ্ভুত শব্দও বের করতে পারে। যার মাধ্যমে সেটির উপস্থিতি বোঝা যায়। সেই শব্দটাও কিন্তু ভয়ের উদ্রেক করে। মূলত, সাপের ওই হিস-হিস শব্দ আমরা অনেকেই শুনেছি। তবে, কখনও কি ভেবে দেখেছেন যে সাপ কেন ওই অদ্ভুত শব্দ বের করে? এর পেছনে রয়েছে অবাক করা কারণ। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

সাপ কেন হিস-হিস শব্দ করে: প্রথমেই জানিয়ে রাখি যে, সাপ হল এমন একটি জীব যেটি জিহ্বার ব্যবহার না করেই হিস হিস শব্দ করতে পারে। ওই শব্দটি এমন যেটি শোনার পর বুঝে যাবেন যে আশেপাশে কোনো সাপ রয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, নিজের নিরাপত্তার জন্যই সাপ ওই শব্দ করে। অর্থাৎ, সাপ কোনো বিপদ অনুভব করার সাথে সাথেই হিস-হিস শব্দটি করে।

প্রথমে পালানোর চেষ্টা, উপায় না পেলেই শুরু হিস-হিস শব্দ: বিশেষজ্ঞরা মনে করেন যে, বিপদ বুঝতে পারলে সাপ প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। পাশাপাশি, সেটি হয় কোনো গর্তে বা অন্য কোথাও পালিয়ে যাওয়ারও চেষ্টা করে। কিন্তু এরপরেও যদি সে বিপদের আঁচ পায় তখন হিস-হিস শব্দ করতে শুরু করে।

Because of this, the snake makes a hissing sound

থাকতে হবে সতর্ক: কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, সাপের এই হিস-হিস শব্দ করা মানে বুঝে নিতে হবে যে, সাপটি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অর্থাৎ, ওই শব্দ আক্রমণের পূর্বাভাস বলেও মনে করেন তাঁরা। উল্লেখ্য যে, বিজ্ঞানীরা দাবি করছেন, সাপের শ্বাসযন্ত্রে গ্লটিস নামক একটি অংশ থাকে। আর ওই গ্লটিসের কারণেই সাপের মুখ থেকে হিস-হিস শব্দ নির্গত হতে থাকে।পাশাপাশি, মানুষের গলাতেও থাকে এই গ্লটিস। যা আমাদের কথা বলায় সাহায্য করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর