বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ জুড়ে আলুর কালোবাজারি (Potato Black Market) রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুদিন আগেও বাজারে আগুন হয়ে উঠেছিল আলুর দাম। যা বাড়তে বাড়তে প্রায় ৪০ টাকা কেজি দরে পৌঁছে গিয়েছিল। তারপরেই আলুর কালোবাজারি নিয়ে অ্যাকশনে নেমে পড়েন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেচারাম সব ফাঁস করতেই বড় সিদ্ধান্ত মমতার (Mamata Banerjee)
আলু নিয়ে কালোবাজারি ঠেকাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে জারি করেন নিষেধাজ্ঞা। পাশাপাশি বাজারে নজরদারি চালানোর জন্য টাস্ক ফোর্সকেও নির্দেশ দিয়েছিলেন তিনি। আলুর এই কালোবাজারির নেপথ্যে কারা রয়েছেন? কিংবা কিভাবে হয় এই কালোবাজারি? বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।
তখনই এই আলুর কালোবাজারি নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য জানান রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। এদিনের বৈঠকে বেচারাম মান্না জানান,’ক্রিকেটের বেটিংয়ের মতোই আলুতেও একটা সিস্টেম রয়েছে, একে ভোটিং মার্কেট বলে। মূলত কলকাতার দিকে যে আলু গুলো আসে সেই মার্কেটে এই কালোবাজারির রমরমা ব্যবসা চলে। বর্ধমানের মেমারি থেকে, কালনার বুলবুলি তলা, গুগলির বুনচি, ভান্ডারিহাটি, তারকেশ্বর এলাকা থেকে এটা করা হয়। এরা মনোপলি রেট ঠিক করে। অর্থাৎ কালকে আলুর দাম কি হবে তা ঠিক হয়ে যায় আজ সন্ধ্যাতেই।’
আরও পড়ুন: ‘অন্য কোনও দুর্নীতিরও হতে পারে..,’ জ্যোতিপ্ৰিয়র জামিন মামলায় বড় প্রশ্ন তুলে দিলেন বিচারক
বেচারাম মান্নার এই বক্তব্য শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান এই চক্রে কারা রয়েছে? জবাবে বেচারাম স্পষ্ট জানান তিনি ডিজি এবং মুখ্যসচিবকে তালিকা দিয়ে দিয়েছেন। ব্যবস্থা নিলেই বন্ধ হয়ে যাবে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে এদিন বলতে শোনা যায় ‘চক্র সরকার চালাবে না সরকার চক্র চালাবে?’
একইসাথে এদিন ডিজি এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন মমতা। পাশাপাশি মেদিনীপুর এবং গড়বেতার অসাধু ব্যবসায়ীদের একাংশকে এবং পুলিশকেও এদিনের বৈঠক থেকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাজারে নতুন আলু উঠেছে তাই এখন অনেকেই বলবে কোল্ড স্টোরেজের আলু বের করে দেওয়ার জন্য। আমি জানি মেদিনীপুর ও গরবেতার কিছু ব্যবসায়ী এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে। অনেক পুলিশও জড়িত রয়েছে’। এছাড়াও এদিন মুখ্য সচিব এবং ডিজিকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।