বাংলাহান্ট ডেস্ক : আমরা সকলেই একটি নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমাদের সকলেরই ইচ্ছে করে, যদি খুব সহজেই কোটিপতি হওয়া যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে আপনিও যদি চান কোটিপতি হয়ে অবসর গ্রহণের পর একটি সুস্থ ও সুন্দর জীবন লাভ করতে, তাহলে এখন থেকেই খুব সহজে গড়ে তুলুন আপনার এই কোটি টাকার ফান্ড (Fund)।
কোটিপতি (Crorepati) হওয়ার স্বপ্ন আমরা সকলে দেখলেও সেই পরিমাণ টাকা জমানো বা বিনিয়োগ (Investment) করা মুখের কথা নয়। তবে যদি আপনি সত্যিই চান কোটিপতি হতে তাহলে এখন থেকেই শুরু করুন বিনিয়োগ। যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন ততো তাড়াতাড়ি কোটি টাকা লাভের সুযোগ ও সুবিধা পাবেন। কিন্তু নূন্যতম কতো টাকা দিয়ে বিনিয়োগ সম্ভব? প্রতি মাসে কতো টাকা করে বিনিয়োগ করতে হবে?
শেয়ারখান নামের একটি শেয়ার মার্কেট এজেন্সী জানায় যে, যদি কেউ আগামী ৫ বছরের মধ্যে কোটি টাকার মালিক হতে চান তাহলে তাঁকে মাসিক ৮% সুদের হারে তাঁর এসআইপি-তে (SPI) প্রতি মাসে ১,৩৫,১৯৬ টাকা জমা করতে হবে। ওই এজেন্সী থেকেই আরও প্রাপ্ত খবর অনুযায়ী যদি আপনি মাসিক ১০% সুদ লাভ করেন, তাহলে এসআইপি-তে ১,২৮,০৭০ টাকা জমা দিতে হবে এবং যদি ১৫% মাসিক সুদের হারে আপনাকে জমা করতে হবে ১,১১,৫০৬ টাকা, (সবই মাসিক এসআইপি অনুসারে) এবং সর্বোপরি মাসিক ২৫% সুদের হারে আপনাকে প্রতি মাসে ৮৩,৪৪২ টাকা করে জমা দিতে হবে।
এরপর আসি ১০ বছরে কোটি টাকার বিনিয়োগের কথায়। ৮% মাসিক সুদে আপনাকে প্রতি মাসে ৫৪,২৯৯ টাকা জমাতে হবে। ১০% হারে তা হবে ৪৮,৪১৪ টাকা, ১৫% সুদের হারে ৩৫,৮৮৭ টাকা এবং ২৫% সুদের হারে প্রতি মাসে আপনাকে ১৮,৭৬৯ টাকা করে জমাতে হবে। একই রকম ভাবে, ১৫ বছরের বিনিয়োগের ক্ষেত্রে, ৮% মাসিক সুদের হারে প্রতি মাসে আপনাকে ২৮,৭০৮ টাকা, ১০% সুদের হারে ২৩,৯২৮ টাকা, ১৫% সুদের হারে ১৪,৭৭৫ টাকা এবং ২৫% সুদের হারে প্রতি মাসে মাত্র ৫১১৪ টাকা জমা দিতে হবে। এবার আসি ২০ বছরের কোটি টাকার বিনিয়োগের বিষয়ে। ৮% মাসিক সুদের হারে আপনাকে প্রতি মাসে ১৬,৮৬৫ টাকা, ১০% সুদের হারে ১৩,০৬০ টাকা, ১৫% সুদের হারে ৬৫৯৭ টাকা করে এবং ২৫% মাসিক সুদের হারে প্রতি মাসে মাত্র ১৪৫৮ টাকা করে জমালেই আপনি হয়ে উঠবেন কোটিপতি।