অসমে পাস হল বিতর্কিত বিল, মন্দির-মঠের ৫ কিমির মধ্যে বিক্রি করা যাবে না গোমাংস

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) শুক্রবার বিধানসভায় অসম (assam) গবাদি পশু সুরক্ষা বিল পাস করেন। এই বিল ১৯৫০ সালের আসাম গবাদি পশু সুরক্ষা আইনকে প্রতিস্থাপন করবে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গরু জবাই, ব্যবহার এবং পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করেন।

প্রধানত হিন্দু, জৈন, শিখ এবং অন্যান্য গরুর মাংস খাওয়া সম্প্রদায়ের অধ্যুষিত এলাকায় মাংস বা গরুর মাংসের পণ্য বিক্রয় ও ক্রয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির প্রস্তাব পেশ করেছেন অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যার ফলে মন্দির বা বৈষ্ণব মঠের ৫ কিমির মধ্যে গোমাংস বিক্রির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হল।

Himanta Biswa Sarma

অন্য বিলে বলা হয়েছিল, গরুর বয়স বিবেচনা না করে জবাই করা যাবে না। গরু ছাড়া অন্য কোন গবাদি পশু জবাই করার সময়, পশু চিকিৎসকের সম্মতির প্রয়োজন। এই বিল উপস্থাপনের সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘যে এলাকায় গোমাংস বিক্রি এবং কেনা নিষিদ্ধ, সেই এলাকাকে এই বিলের বাইরে রাখা হবে। গবাদি পশুর মধ্যে পার্থক্য করে না অসম বিল’।

গরু, ষাঁড়, বাছুর, পুরুষ ও মহিলা মহিষ এবং মহিষের বাছুরসহ সকল গবাদি পশুর ক্ষেত্রে এই বিল প্রযোজ্য বলেও জানা গিয়েছে। যার ফলে বাংলাদেশে গরু পাচার বন্ধ করা যাবে বলে মনে করছে অসম সরকার। ধর্মীয় অনুষ্ঠান ছাড়া সব ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে। আর এই আইন অমান্য করলে, ৮ বছর পর্যন্ত কারাবাস এবং ৩ লক্ষ টাকা জরিমানা হতে পারে। পুনরাবৃত্তিকারীদের শাস্তি করার কথাও বলা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর