দুবাই থেকে শুরু করে জাতিসংঘ, এই স্বাধীনতা দিবসে গোটা বিশ্ব সেজে উঠবে ভারতের জাতীয় পতাকার রঙে

বাংলাহান্ট ডেস্কঃ এই বছর ভারতের (india) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা পৃথিবীতে ছেয়ে যাবে ভারতের জাতীয় পতাকা (national flag of india)। বিশ্বের বহু দেশের আইকনিক ভবন এবং পর্যটন স্থান সেজে উঠবে তেরঙ্গার রঙে। ভারতের বিদেশ মন্ত্রণালয় এই বিষয়ে সমস্ত কাজ শুরু করে দিয়েছে বলে, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘আজাদী কা অমৃত মহোৎসবের’ অংশ হতে রাজী গোটা বিশ্ব।

মন্ত্রণালয়ের নির্দেশ মেনে, গোটা বিশ্বের সমস্ত ভারতীয় দূতাবাসগুল, স্বাধীনতার সাজে সেজে উঠেছে। ১৫ ই আগস্ট সন্ধ্যে থেকে ১৬ ই আগস্ট সকাল পর্যন্ত, আমেরিকা, ব্রিটেন, দুবাই সহ বেশ কয়েকটি বড় বড় দেশের ৭৫ টি আইকনিক ভবন এবং পর্যটন স্থান সেজে উঠবে ভারতের পতাকায়। দেখবে গোটা বিশ্বের মানুষ।

DkqC5n3X0AA9H4i

কানাডার নায়াগ্রা জলপ্রপাতের জলতরঙ্গও সেজে উঠবে তেরঙ্গার রঙে। পাশাপাশি জেনেভায় জাতিসংঘের সদর দপ্তর, আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং, দুবাইয়ের বুর্জ খলিফা, রাশিয়ার ইবোলুশন টাওয়ার, আবুধাবি শহরের বিখ্যাত এডএনওসি গ্রুপ টাওয়ার এবং ব্রিটেনের বার্মিংহাম লাইব্রেরি- সবকিছুই এদিন ভারতের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে, সেজে উঠবে ভারতের জাতীয় পতাকার রঙে।

vcvc

নাম প্রকাশে অনিচ্ছুক বিদেশ মন্ত্রণালয়ের এক আধিকারিক জানিয়েছেন, ‘জনগণের অংশগ্রহণের একটি অংশ হল ‘আজাদী কা অমৃত মহোৎসব’। ভারতের স্বাধীনতার সঙ্গে যুক্ত ইতিহাসকে, গর্বের মুহূর্তকে স্মরণ করা। এই কাজে বিদেশে বসবাসকারী অনেক ভারতীয় এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর