বাংলা হান্ট ডেস্ক: সরকারি তদন্তে গত বছরে সামনে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য! জানা যায় প্রত্যেকটি বিয়ার বোতলে নকল বারকোড লাগিয়ে শহরের বিভিন্ন দোকানে সাপ্লাই দেওয়া হচ্ছে যাতে এক্সসাইজ ডিউটিতে ফাঁকি দেওয়া যায়।তবে সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে এই নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন করা হবে।
তবে জানা যাচ্ছে বিয়ার প্রস্তুতকারক সংস্থাকে আগামী তিন বছরের জন্যে দিল্লি শহরে নিষিদ্ধ করল আপ সরকার। বিশ্বের সর্ববৃহত্ বিয়ার প্রস্তুতকারক সংস্থা Anheuser-Busch InBev-এর বিরুদ্ধে অভিযোগ তারা স্থানীয় কর মেটায়নি সময় মতো এবং পালন করেনি কোনো সরকারি আদেশ। জানা যাচ্ছে ভারতের ৭০০ কোটি টাকার বিয়ার ব্যবসায় প্রায় ১৭.৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে AB InBev-এর।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার