সূরা প্রেমীদের জন্য বিশাল সুখবর! পয়লা এপ্রিল থেকে সস্তা হচ্ছে বিয়ার

বাংলাহান্ট ডেস্কঃ পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। আর নতুন অর্থ বর্ষের শুরু থেকেই একাধিক জিনিসের দাম বাড়বে বা কমবে বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সেই বাড়া-কমার মধ্যেই এবার সূরা প্রেমীদের জন্য সুখবর। একধাক্কায় অনেকটাই কমতে চলেছে বিয়ারের দাম (Liquor Price)।

Six gift ideas for the beer lovers on your list - Los Angeles Times

এটি পয়লা এপ্রিলে এপ্রিল ফুল করার খবর নয়। নয়া আর্থিক বছরে লাগু হচ্ছে একসাইজ পলিসি (New Excise Policy)। এই পলিসি অনুসারেই কমছে বিয়ারের দাম। তবে নয়ডা-গাজিয়াবাদে বাড়ছে লিকারের দাম।

ইতিমধ্যেই দিল্লির প্রতিটি লিকার স্টলেই পৌঁছেছে নয়া এই সরকারি নির্দেশ। দিল্লি সহ উত্তরপ্রদেশ, হরিয়ানা ও মধ্যপ্রদেশে লাগু হচ্ছে নয়া এই একসাইজ পলিসি। ইতিমধ্যেই দিল্লি সরকারের তরফে ৩ মাসের মধ্যে পুরোনো স্টক শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Beer Lovers - Kingfisher 🍻🍺

এপ্রিল থেকে অন্য দেশ থেকে আসা বিদেশী মদ, ওয়াইন এবং ভদকা জন্য পারমিট ফি বাড়ানো হয়েছে। অন্যদিকে বিয়ারের দাম ১০ থেকে ৩০ টাকা কমে যেতে পারে। অর্থাৎ যে বিয়ার ১৩০ টাকায় বিক্রি হত সেই বিয়ার বিক্রি হবে ১০০ টাকায়।

প্রসঙ্গত, দিল্লির মন্ত্রিসভায় নয়া এই একসাইজ পলিসি আসার পরই, সেখানে সরকারি আয় বাড়াতে মদ্যপানের নূন্যতম বয়স করে দেওয়া হয়েছে ২১ বছর। এতদিন পর্যন্ত সেখানে ২৫ বছরের পর্যন্ত আইনত মদ্যপানের অনুমতি পেত। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছিলেন।

Coronavirus: Chinese beer lovers leave face masks, worries behind as festival opens - World News

সবমিলিয়ে বলা যায়, হটাৎ করেই একধাক্কায় যেভাবে বিয়ারের দাম বেড়েছিল, তাতে হাঁসফাঁস করতে হচ্ছিল সূরা প্রেমীদের। তবে নয়া আর্থিক বছরে নতুন পলিসির মাধ্যমে অনেক কম দামেই বিয়ার কিনে স্বস্তি অনুভব করতে চলেছেন তাঁরা।


সম্পর্কিত খবর