৪টের ‘ডেডলাইন’ দিয়েছেন ছাত্ররা! তার আগেই যাদবপুরের উপাচার্য যা করলেন… জোর শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সহ গোটা দেশের অন্যতম নামি শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। গত শনিবার থেকে সেখানেই দেখা যাচ্ছে নৈরাজ্যের ছবি। ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে তেতে ওঠে যাদবপুর ক্যাম্পাস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) হেনস্থা, মন্ত্রীর গাড়িতে ছাত্রকে পিষে দেওয়ার মতো অভিযোগ ওঠে। এই আবহেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে (Vice Chancellor) সময়সীমা বেঁধে দিয়েছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। বুধবার (আজ) বিকেল ৪টের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্তকে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে হবে। নাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সময়সীমা ফুরনোর আগেই হাসপাতালে ভর্তি উপাচার্য (Jadavpur University)!

ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে যাদবপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার রেশ কিছুতেই কাটছে না। গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অবস্থা তৈরি হয়েছিল, তার পর অসুস্থ হয়ে পড়েন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর। অভিযোগ ওঠে, তাঁকে শারীরিক হেনস্থা করা হয়েছে। উপাচার্যের রক্তচাপ বেড়ে গিয়েছে। তাঁকে টানা ১০ দিন বেড রেস্ট লিখে দিয়েছেন ডাক্তার। এই মুহূর্তে কোনও রকম চিন্তা করতে বারণ করা হয়েছে।

এই পরিস্থিতিতেই মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) শিক্ষক সংগঠন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ভাস্করবাবু। তবে শারীরিক অসুস্থতার জেরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এই সবের মাঝেই তাঁকে বিকেল ৪টের ‘ডেডলাইন’ বেঁধে দেন আন্দোলনরত পড়ুয়ারা।

আরও পড়ুনঃ পানাগড়-কাণ্ডে নয়া মোড়! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুতন্দ্রার মা! বড় পরামর্শ দিলেন খোদ বিচারপতি

প্রতিবাদী ছাত্রছাত্রীরা জানিয়েছেন, আজ বিকেল ৪টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। তাঁদের দাবি, উপাচার্য পড়ুয়াদের অভিভাবক। বিশ্ববিদ্যালয় (JU) ক্যাম্পাসে যে ধরণের ঘটনা ঘটেছে, সেটার দায় তাঁকে নিতে হবে। উপাচার্য যদি তাঁদের সঙ্গে কথা না বলেন, তাহলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ছাত্ররা। তবে উপাচার্য ভাস্কর গুপ্ত ভার্চুয়ালি কথা বললে হবে কিনা, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি তাঁরা।

Jadavpur University

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ফুরোবে ছাত্রছাত্রীদের বেঁধে দেওয়া ‘ডেডলাইন’। এদিকে তার আগে হাসপাতালে ভর্তি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভারপ্রাপ্ত উপাচার্য। এবার ৪টের মধ্যে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে তিনি কথা বলেন কিনা এবার সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর