বদলের বাংলাদেশে ক্রমশ “শুনশান” হচ্ছে রাজধানী! ঢাকা ছেড়ে কোথায় চললেন লক্ষ লক্ষ মানুষ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কোটাবিরোধী ছাত্র-জনতা আন্দোলন, শেখ হাসিনার পদত্যাগ, মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, বিগত এক বছরে বাংলাদেশের জনতা সাক্ষী থেকেছে একের পর এক ব্যতিক্রমী ঘটনার। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের (Bangladesh) স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

ঈদের মরশুমে ফাঁকা বাংলাদেশের (Bangladesh) ঢাকা

এই আবহে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) রাস্তাঘাটে এখন শ্মশানের নীরবতা। ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঈদের আগে ঢাকায় বসবাসকারী লক্ষ লক্ষ মানুষ এখন ফিরতে শুরু করেছেন নিজেদের গ্রাম-শহরে। এই প্রথম বাংলাদেশ সরকার ঈদ উপলক্ষে ঘোষণা করল একটানা ৯ দিনের ছুটি।

আরও পড়ুন : ‌হতে চলেছে সব রহস্যের সমাধান? মঙ্গলে যা খুঁজে পেল NASA-র রোভার….চমকে গেলেন বিজ্ঞানীরাও

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ঈদের খুশিতে মেতে উঠতে, এখন বাড়ি ফিরছেন ঢাকায় বসবাসকারী লক্ষ লক্ষ মানুষ। কর্মসূত্রে বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে বসবাস করেন বহু মানুষ। সাধারণত ঈদের মতো বিশেষ উৎসবগুলির আগে তারা ফিরে যান নিজেদের পরিবারের কাছে।

আরও পড়ুন : ‘কেউ ভয় পাবেন না, তবে খুব সতর্ক থাকুন’! রামনবমীতে অশান্তির আশঙ্কা! সতর্ক করল পুলিশ

বিগত বছরগুলিতেও ঈদের আগে এমন চিত্র দেখা গিয়েছিল গোটা ঢাকা শহর জুড়ে। এমনকি বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, লঞ্চ ও ট্রেনে মাত্রারিক্ত ভিড় খুবই সাধারণ ছবি এই সময়টাতে। সূত্রের খবর, ঈদ উপলক্ষে আগামী ৬ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। প্রশাসনিক কর্তারা ধারণা করেছিলেন, ঈদের আগে স্বাভাবিক নিয়মেই বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে পাড়ি দেবেন নিজেদের গ্রামের উদ্দেশ্যে।

তবে এবছর একসাথে এত বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে চলে যাওয়ার ঘটনায় স্তম্ভিত হয়েছেন সরকারি কর্তারাও। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, একসাথে এত বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে চলে যাওয়ায় ফলে রাজধানীতে মাথাচাড়া দিয়ে উঠতে পারে ডেঙ্গুর প্রকোপ। দীর্ঘদিন শহরের বাড়িগুলি অপরিষ্কার থাকলে জল জমে জন্মাতে পারে ডেঙ্গুর মশা।

Before Eid many people left Bangladesh Dhaka

প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃত করে আরও বলা হয়েছে, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু হয় ৫৭৫ জনের। সেই আশঙ্কার কথা উল্লেখ করেই ডেইলি স্টার লিখেছে, সরকার যদি তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন না করে, তাহলে আগামী দিনগুলি ঢাকার জন্য সহজ হবে না।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X