মুখে হাসি মধ্যবিত্তের! হোলির আগেই স্পেশাল গিফট্ সরকারের, এবার ফ্রি’তে মিলবে গ্যাস সিলিন্ডার

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র ৯ দিন পর বড় উপহার পেতে চলেছেন রাজ্যবাসী। রাজ্যের তরফ থেকে বিনামূল্যে প্রদান করা হবে একটি করে গ্যাস সিলিন্ডার। দোল উৎসবের আবহে উত্তরপ্রদেশ সরকার নিল এই বড় সিদ্ধান্ত। ১.৭ কোটি পরিবারকে দোল উৎসব উপলক্ষে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে উত্তরপ্রদেশ সরকার।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য দোলের আগে উঠে এল বড় সুখবর। বছরে দুবার উৎসবের মরশুমে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের। রঙের উৎসবের আগে উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে খুশি আমজনতা। তবে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের জন্য গ্রাহকের আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

আরোও পড়ুন : হু হু করে ছুটবে ট্রেন, বাড়বে ১০০ টির মতো লোকাল! দমদমের কাজ শেষ হলেই মিটবে সমস্যা, জানাল রেল

গরিব মানুষদের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৬ সালে চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিম। উজ্জ্বলা যোজনার জন্য উত্তরপ্রদেশ সরকার এই অর্থবর্ষের বাজেটে বরাদ্দ করেছে ২,৩১২ কোটি টাকা। তার থেকেই রাজ্যের ১.৭ কোটি গ্রাহককে দেওয়া হবে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার।

blog paytm commercial lpg cylinders check prices and how to apply 800x500

গত কয়েক বছরে দফায় দফায় বেড়েছে জ্বালানি ও এলপিজি সিলিন্ডারের দাম। এই দাম বৃদ্ধি নিয়ে বারবার বিরোধীরা এক হাত নিয়েছে কেন্দ্রীয় সরকারকে। যদিও লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলপিজি সিলিন্ডারে ১০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম কমানো হয়েছে ২ টাকা করে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর