দোলের আগেই লক্ষ্মীলাভ! একধাক্কায় ৫০০০ টাকা বাড়ল ‘এই’ রাজ্য সরকারি কর্মীদের বেতন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরির (Government Employees) বেশ কিছু সুবিধা রয়েছে। একাধিক ভাতা সহ, নির্দিষ্ট বেশ কিছু দিনে ছুটি পাওয়া যায়। এবার যেমন একটি বিশেষ পদে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধির ঘোষণা করা হল। দোলের আগেই মিলল সেই সুখবর।

কোন রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) বেতন বাড়ানো হল?

দীর্ঘদিন ধরেই বিভিন্ন খাতের কর্মীরা রাজ্য সরকারের কাছে বেতন বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। বেশ কিছু ক্ষেত্রে বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হতে সময় লেগেছে। তবে এবার আর দেরি হল না! সম্প্রতি ঝাড়খণ্ড সরকারের (Government of Jharkhand) তরফ থেকে স্বাস্থ্য বিভাগের মাল্টিপারপাস ওয়ার্কার তথা MPW-দের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনের আগে সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার যেমন স্বাস্থ্য বিভাগের মাল্টিপারপাস ওয়ার্কারদের (MPW) বেতন বাড়ানো হল। এতদিন তাঁরা মাসিক ২০,০০০ টাকা করে বেতন পেতেন। তবে এবার একধাক্কায় সেই অঙ্কটা আরও ৫০০০ টাকা বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ এবার থেকে তাঁরা ২৫,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

আরও পড়ুনঃ চাকরি না করেও মিলবে নিশ্চিত পেনশন! দেশবাসীর জন্য দুর্দান্ত উদ্যোগ সরকারের

নয়া হারে বেতন কবে থেকে কার্যকর হবে সেটাও ইতিমধ্যেই জানানো হয়েছে। গত বছর তথা ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাবেন ওই কর্মীরা (Government Employees)। বকেয়া টাকাও তাঁদের দিয়ে দেবে রাজ্য সরকার। রমজান ও দোল উৎসবের আবহে এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগের মাল্টিপারপাস ওয়ার্কারদের।

Government employees salary hike

এদিকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর মুখ খুলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইরফান আনসারি। হোলি ও রমজানের প্রাক্কালে এই বেতন বৃদ্ধিকে ‘উপহার’ বলে অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গেই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও অফিশিয়ালদের ধন্যবাদ জানিয়েছেন।

জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের স্বাস্থ্য বিভাগের মাল্টিপারপাস কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধি একটি দীর্ঘদিনের ইস্যু। ম্যালেরিয়া নির্মূল সহ স্বাস্থ্যক্ষেত্রে বহু কর্মসূচিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজ্য সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওই কর্মীরা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X