বাংলা হান্ট ডেস্কঃ আজ ১০ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। এ বছর মোট ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রায় ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়াকড়ি করা হচ্ছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক নিয়ে একগুচ্ছ গাইডলাইনও জারি করা হয়েছে। তবে কথায় আছে ‘বজ্র আঁটুনির ফস্কা গেরো’! এবার সম্ভবত এমনটাই ঘটল মাধ্যমিক পরীক্ষার আগের দিন।
মাধ্যমিকের (Madhyamik) প্রশ্নপত্র ফাঁস?
বাংলা পরীক্ষায় শুরুর আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে একটি বাংলা প্রশ্নপত্র। ভিডিও আকারে প্রশ্নপত্রটি শেয়ার দাবি করা হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ ফেসবুক ব্যবহারকারী ভাইরাল প্রশ্নপত্রটি শেয়ার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ২০২৫ এর মাধ্যমিকের বাংলা প্রশ্ন পত্র।
প্রশ্ন উঠছে ওই প্রশ্নপত্র কি সত্যিই মাধ্যমিকের (Madhyamik) বাংলা পরীক্ষার? আসলে তা নয়। জানা যাচ্ছে, ভাইরাল প্রশ্নপত্রটি মাধ্যমিকের বাংলা পরীক্ষার হলেও সেটি আসলে টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্ন পত্র। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র।
সত্যতা প্রমাণ হল কী করে?
এমনিতেই ভাইরাল প্রশ্নপত্রটি সন্দেহজনক ছিল। কারণ ২০২৫ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শুরু হচ্ছে আজ অর্থাৎ সোমবার ১০ ফেব্রুয়ারি থেকে। তার আগে প্রশ্ন খবর পত্র ফাঁস হয়ে গেলে প্রথম শ্রেণীর সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হতো কিন্তু এই সংক্রান্ত কিওয়ার্ড কোনো প্রতিবেদনে পাওয়া যায়নি।
আরও পড়ুন: দিল্লিতে গেরুয়া ঝড়! বাংলায় ‘ভয়ে’ কাঁপছে তৃণমূল? ছাব্বিশের ভোট নিয়ে বিস্ফোরক কল্যাণ
তবে বিষয়টি নিশ্চিত করার জন্য, কিওয়ার্ড সার্চ করার পর ২০২৫ সালের ১১ জানুয়ারি ‘WB Private Tuition’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ‘পর্ষদ টেস্ট পেপার সমাধান বাংলা ২০২৫ | পৃষ্ঠা নম্বর ৪৪’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে ওই ভাইরাল প্রশপত্রের। যা থেকে অনুমান করা যায় মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নয় বরং দুই নম্বর ব্লকের মডেল স্কুলের।
বিষয়টি সম্পর্কে জানতে ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একজন পদাধিকারিক প্রশ্নপত্র দেখে নিশ্চিত করেছেন প্রশ্নপত্রটি তাঁদের অর্থাৎ ক্যানিং ২ নম্বর ব্লকের গভঃ মডেল স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র। একইভাবে পর্ষদের তরফে প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপারের ৪৪-৪৭ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত ‘গভ. মডেল স্কুল, ক্যানি-২’-এর বাংলা প্রশ্নপত্রটির সঙ্গে ভাইরাল প্রশ্নপত্রের হুহহু মিল রয়েছে বলেও দেখে গিয়েছে। এমনকি মিল রয়েছে প্রতিটি দাগেরও।