RG Kar মামলার শুনানির আগেই ‘অ্যাকশন’! এবার ‘এই’ ২ জনকে জেরা করল CBI

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর কেটে গিয়েছে আট মাস। এখনও এই ধর্ষণ খুনের ঘটনার জট পুরোপুরি খোলেনি। বহু প্রশ্নের উত্তর অধরা, তদন্ত করছে সিবিআই (CBI)। এবার যেমন এই ধর্ষণ খুনের ঘটনা সূত্রেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আরজি কর মামলার শুনানির আগেই তৎপর গোয়েন্দারা।

আরজি কর মামলা সূত্রে কাদের জিজ্ঞাসাবাদ করল সিবিআই?- (Calcutta High Court)

২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা করেছে আদালত। তবে তদন্ত এখনও চলছে।

আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে আগেই সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করেছিলেন নির্যাতিতার মা-বাবা। এই নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court), সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। শীর্ষ আদালতের তরফ থেকে তিলোত্তমার মা-বাবার আবেদনে মান্যতা দিয়ে জানানো হয়, এরপর থেকে উচ্চ আদালতে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ ‘সব কাপুরুষ… দম নেই’! অভিষেকের ‘কপালে গুলি’ মন্তব্য টেনে বিস্ফোরক দিলীপ ঘোষ

সেই মতো কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) প্রশ্ন করেন, এটি ধর্ষণ নাকি গণধর্ষণের ঘটনা? সেই সঙ্গেই আরও বেশ কিছু প্রশ্নের উত্তর চান তিনি। সিবিআই আদালতে জানায়, আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণের শিকার। তাঁকে গণধর্ষণ করা হয়নি। আগামী ২৩ এপ্রিল হাইকোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে।

RG Kar case hearing in Calcutta High Court CBI submitted report

তার আগে এই ধর্ষণ খুন কাণ্ডে ‘অ্যাকশনে’ সিবিআই। মঙ্গলবার আরজি করের অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় ও উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গেই সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজারের সঙ্গেও গোয়েন্দারা কথা বলেন বলে খবর। এছাড়াও জানা যাচ্ছে, আরজি কর নির্যাতিতার ময়নাতদন্তের সময় হাজির থাকা চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে আরেকবার কথা বলতে চায় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, আরজি কর ধর্ষণ খুন কাণ্ড গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়ে ভারত সহ গোটা বিশ্বে। সম্প্রতি লন্ডন সফরে গিয়ে এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানির আগে ফের তৎপর হয়ে উঠল সিবিআই।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X