১৮ পেরোনোর আগেই বিয়ের পিঁড়িতে ‘গৌরী’ মোহনা! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল বিশ্বরূপ

বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদন (Bengali Serial) জগতে জনপ্রিয় নাম ‘গৌরী এলো’ ( Gouri Elo)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন মোহনা মাইতি। তাঁর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাচ্ছে টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে (Biswarup Bandyopadhyay)। ঈশান গৌরীর রসায়ন বেশ পছন্দ সিরিয়াল প্রেমীদের। আর এবার পর্দার স্ত্রীকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন বিশ্বরূপ।

অনস্ক্রিনে এক সন্তানের মা গৌরী। যদিও বাস্তবে এখনও ১৮ র গণ্ডি পেরোতে পারেননি তিনি। চলতি বছরেই দিয়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শেষের পরই নাকি এবার বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন গৌরী ওরফে মোহনা! অন্তত অভিনেতা বিশ্বরূপ জানিয়েছেন এমনটাই।

Gouri Elo

সম্প্রতি ‘দিদি নম্বর ১’ এর মঞ্চে রবিবারের স্পেশাল শো তে হাজির হয়েছিলেন অন স্ক্রিন জুটি গৌরী-ঈশান।  আর সেখানেই নায়িকাকে নিয়ে ঠাট্টা করলেন বিশ্বরূপ। আপাতত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই শো এর একটি অংশ।

চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে শো এর সেই অংশ যেখানে রচনা মোহনাকে প্রশ্ন করেন, ‘ কেমন আছো? ধারাবাহিক নিয়ে ঠিক কতটা ব্যস্ততা রয়েছে?’ জবাবে অভিনেত্রী জানান, ‘আমার একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর চাপ অনেকটা কমেছে’।

Gouri Elo

এরপরেই মজা করে অভিনেতা বলেন, ‘ছেলেদের যেমন শুনতে হয় আর দুটো বছর পড়াশোনা করেনে তারপর পানের দোকান খুলে বসবি। সেরকমই মেয়েদের বলা হয় আর দুটো বছর কাটিয়ে নিয়ে তারপর বিয়ে দিয়ে দেব। মোহনা এখন সেই পথে এগোচ্ছে’। বিশ্বরূপের মুখে এই কথা শুনে রীতিমতো হেসে ফেলেন রচনা।

এরপরেই রচনা জানতে চান, তাহলে কি এবার বাস্তবেও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরী? জবাবে অভিনেতা বলেন, ‘হ্যাঁ খুব শীঘ্রই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে গৌরী। আমাদের ইতিমধ্যেই পাত্র খুঁজে নেওয়া হয়ে গেছে। ঈশানের মুখে এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যান মোহনা। জানান প্রতিবাদ’।

উল্লেখ্য, অন্যান্য ধারাবাহিক গুলির মতন এই ধারাবাহিকের গল্প এগিয়ে গেছে অনেকটা। বড় হয়ে গেছে গৌরী ঈশানের মেয়ে তারা। চলতি সপ্তাহে ‘বেঙ্গল টপার’ হয়েছিল জি বাংলার এই সিরিয়াল। তবে আগামী ১২ জুন থেকে বদলে যাচ্ছে সময়। সন্ধ্যা ৭.৩০ টার বদলে এবার থেকে ‘মিঠাই’ অর্থাৎ সন্ধ্যা ৬ টায় দেখা যাবে এই মেগা।

additiya

সম্পর্কিত খবর