ফাইনালের আগেই “খেলা শেষ” দক্ষিণ আফ্রিকার! চরম বিপাকে পড়লেন খেলোয়াড়রা, এবার কী হবে?

   

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে এবারের T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) একদম শেষ পর্ব উপস্থিত। রবিবারই সম্পন্ন হতে চলেছে T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। যেখানে সাউথ আফ্রিকার (South Africa) মুখোমুখি হবে ভারত (India)। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে পরিলক্ষিত হয়েছে তুমুল আগ্রহ। যদিও, ফাইনাল ম্যাচের আগে বিরাট সমস্যার সম্মুখীন হতে হল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলকে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার দলকে বিমানবন্দরে পড়তে হয়েছিল সমস্যায়। শুধু তাই নয়, বিমানবন্দরে প্রোটিয়া দলকে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়। এদিকে, দক্ষিণ আফ্রিকা দলের পাশাপাশি বিমানবন্দরে আটকে পড়েন ICC-র একাধিক সদস্য। এমনকি আটকে পড়েন বেশ কয়েকজন আম্পায়ার ও কমেন্টেটররাও।

Before the final, the South African players were in extreme trouble.

এমতাবস্থায়, সামগ্রিকভাবে চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয় তাঁদের। জানা গিয়েছে যে, ত্রিনিদাদ থেকে বার্বাডোজ যাওয়ার সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে বিমান নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৬ ঘন্টা দেরিতে উড়েছিল। আর তার জেরেই প্রবল সমস্যার সম্মুখীন হন ক্রিকেটাররা। এদিকে, কেন দীর্ঘক্ষণ খেলোয়াড় সহ আধিকারিকদের বিমানবন্দরে অপেক্ষা করতে হল সামনে এসেছে সেই কারণও।

আরও পড়ুন: সাউথ আফ্রিকাকে “ঠাণ্ডা” করতে বড় চাল ভারতের! শিবম দুবের পরিবর্তে দলে আসছেন এই দুর্ধর্ষ প্লেয়ার

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রানওয়ে বন্ধ থাকার কারণেই ব্যাহত হয়েছিল বিমান পরিষেবা। যার ফলে ৬ ঘন্টা দেরিতে শুরু হয়েছিল সফর। আর এইভাবেই ফাইনাল ম্যাচের আগে বড় ধাক্কার সম্মুখীন হতে হয় দক্ষিণ আফ্রিকার দলকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগেও ঠিক এইরকমই ঘটনা ঘটেছিল। তখনও ক্রিকেটাররা সমস্যায় পড়েছিলেন।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের মুখে এবার চওড়া হাসি! লাফিয়ে বাড়বে বেতন, বড় পদক্ষেপ EPFO-র

এর আগে সেমিফাইনালে খেলতে আসার সময়ে আফগানিস্তান দলের সাথে ঘটেছিল এই ঘটনা। সেবার ৪ ঘণ্টা দেরিতে উড়েছিল বিমান। যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটেছিল আফগান ক্রিকেটারদের। যদিও, ঘটনাচক্রে সেমিফাইনালের ম্যাচ হেরে গিয়ে T20 বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। তবে, এবার ফাইনালের আগে ঠিক একই ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকার সাথেও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর