যেটা বলেছিল সেটাই করে দেখিয়েছে মোদী সরকার! নতুন বাজেটের আগেই সাধারণ মানুষের জন্য সুখবর

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কয়েক সপ্তাহ পরেই কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করবে সরকার। পাশাপাশি, নতুন বাজেট পেশের প্রস্তুতিও চলছে জোরকদমে। এমতাবস্থায়, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে, ২০২২ সালের বাজেটে তাদের করা সমস্ত ঘোষণা পূরণ করা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। এছাড়াও, ২০২২ সালের বাজেটে তাদের করা ঘোষণাগুলিতে কি কি অগ্রগতি হয়েছে সেগুলিও তুলে ধরা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, স্টার্টআপগুলিকে ভারত সরকার উৎসাহিত করছে। ইতিমধ্যেই ২০২২-২৩-এর বাজেটে, ভারত সরকার স্টার্টআপগুলির অন্তর্ভুক্তির মেয়াদ বাড়ানোর জন্য একটি প্রস্তাব ঘোষণা করেছিল। এমতাবস্থায়, সরকারের পক্ষ থেকে নতুন বাজেটের আগে এই বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে তাও জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এই প্রসঙ্গে একটি টুইট করা হয়েছে।

মূলত, MyGovHindi-এর মাধ্যমে টুইট করে তথ্য দেওয়া হয়েছে। স্টার্টআপের পরিপ্রেক্ষিতে সরকারের তরফ থেকে এই পর্যন্ত অগ্রগতি সম্পর্কে বলা হয়েছে যে, যোগ্য স্টার্টআপগুলির অন্তর্ভুক্তির মেয়াদ ৩১ মার্চ,২০২৩ পর্যন্ত অর্থাৎ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। এর সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে। যে ছবিতে লেখা আছে, “যা বলা হয়েছিল, সেটাই করে দেখানো হয়েছে।”

পাশাপাশি, সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, যোগ্য স্টার্টআপগুলির অন্তর্ভুক্তির সময়সীমা এক বছর বাড়িয়ে ২০২৩-এর ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। যাতে তারা নির্দিষ্ট শর্ত অনুসারে কর প্রদানের জন্য যোগ্য হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর