৮ উইকেটে জিতেও মিলছে না স্বস্তি! পাকিস্তান ম্যাচের আগে এই চিন্তায় ঘুম উড়েছে রোহিতদের

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup 2024) শুরু হয়ে গিয়েছে ভারতের সফর। গত বুধবার আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে খেলতে নেমে ৮ উইকেটে জয় হাসিল করেছে ভারতীয় দল (India National Cricket Team)। এমতাবস্থায়, পরবর্তী ম্যাচে ভারত এবার মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের (Pakistan)। যদিও, তার আগে একটি বিষয় চিন্তা বাড়িয়েছে সকলের। মূলত, নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেভাবে ওই পিচে ব্যাটারদের ব্যাট করতে সমস্যা হচ্ছে তাতে পাকিস্তানের পেসারদের সামনে ভারতীয় ব্যাটাররা কতটা সহজভাবে খেলতে পারবেন তা নিয়ে শুরু হয়েছে আশঙ্কা।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই পিচের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। এর পাশাপাশি, মুখ খুলেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এমনিতেই গত কয়েকটি টুর্নামেন্টে পাকিস্তানের পেসারদের সামনে ভারতকে বারবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যার ফলে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বিক্রম। এমতাবস্থায়, আয়ারল্যান্ড ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

Before the Pakistan match, Rohit woke up with this thought.

সেখানে বিক্রম জানান, “এটা খুব কঠিন উইকেট। এখানে আমরা এর আগে একটা অনুশীলন ম্যাচ খেলেছি। তাই পিচ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আমাদের এখন এটাই ভেবে বার করতে হবে যে এই পিচে কিভাবে ভালো খেলা যাবে। আমাদের দলে অভিজ্ঞতা কম নেই। তাই এটাই আশা করা যায় যে সমস্যা হবে না। যদিও, আমরা অত্যন্ত সতর্ক হয়েই পরের ম্যাচ খেলতে নামব।” প্রসঙ্গত উল্লেখ্য যে, নিউইয়র্কের এই ড্রপইন পিচে স্পিনারদের তুলনায় বেশি সাহায্য পাচ্ছেন পেসারেরা। যার সুবিধা নিতে পারবেন পাকিস্তানের পেসারেরাও। এমন পরিস্থিতিতে, তাঁদের মোকাবিলা করার মতো অভিজ্ঞ ব্যাটার ভারতীয় দলে রয়েছে বলে জানিয়েছেন বিক্রম রাঠোর।

আরও পড়ুন: ভোটে জিতে পৈশাচিক আনন্দ! ছাগলের গায়ে BJP নেতার ছবি লাগিয়ে নৃশংসভাবে কাটা হল গলা, ভাইরাল ভিডিও

তাঁর মতে, “এমন অনেক ব্যাটার আমাদের দলে রয়েছে যারা বিভিন্ন পরিস্থিতিতে খেলতে পারে। সেটাই এত বছর ধরে আমাদের শক্তি হয়ে উঠেছে। আমাদের ব্যাটারেরা পরিস্থিতি অনুযায়ী রান করার পথ খুঁজে বার করে নিতে পারে। তাই আমরা আপাতত খুব বেশি চিন্তা করছি না।” এদিকে, পিচের প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। এই প্রসঙ্গে তিনি জানান, “সম্পূর্ণ নতুন মাঠ এবং নতুন পরিবেশ। আমরা তাই একটু দেখে নিতে চেয়েছিলাম। আমার এটাই মনে হয় যে এখানকার পিচ ঠিক মতো এখানে তৈরি হয়নি। তবে, বোলারদের ভালো সাহায্য মিলছে। পাশাপাশি, বোলিংয়ের প্রাথমিক বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। টেস্ট ম্যাচের মতো করে বল করতে হবে।”

আরও পড়ুন: জানলে হবে না বিশ্বাস! ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল CRPF

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার প্রসঙ্গে রোহিত জানান, ‘‘অনেক দিন পর আমরা ওদের বিরুদ্ধে T20 ম্যাচ খেলব। কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে এবং সেই মতো পরিকল্পনা করতে হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের সবাইকে নিজের সেরাটা দিতে হবে। এই ধরণের ম্যাচে দলগতভাবে লড়াই করতে হয়। আমি জানিনা যে পরের ম্যাচে আমরা কেমন পিচ পাব। তাই আমরা পরিবেশ বুঝে প্রস্তুতি গ্রহণ করব। এর পাশাপাশি প্রথম একাদশেও আমরা পরিবর্তন করতে পারি।” এমতাবস্থায়, সামগ্রিকভাবে T20 বিশ্বকাপের অন্যতম এই হাইভোল্টেজ ম্যাচের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট অনুরাগীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর