বাংলাহান্ট ডেস্কঃ আগামী 19 শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে শুরু হতে চলেছে আইপিএল 2020। আইপিএল খেলতে ইতিমধ্যেই আটটি ফ্রাঞ্চাইজি দল পৌঁছে গিয়েছে দুবাইতে। তবে এবার আইপিএল শুরু হওয়ার আগে করোনা জনিত সমস্ত নিয়ম বিধি মেনেই ক্রিকেটারদের ডোপ পরীক্ষা হতে চলেছে। নাডা এই প্রথমবার আইপিএলে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে চলেছে।
আমিরশাহী অ্যান্টি ডোপিং কমিটি এবং ন্যাশনাল অ্যান্টি ডোপিং কমিটি যৌথভাবে মিলিত হয়ে এবারের আইপিএলের সমস্ত ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে। ইতিমধ্যেই নাডা তাদের সমস্ত পরিকল্পনা তৈরি করে ফেলেছে।
জানা গিয়েছে নাডার তরফে আমিরশাহির মাটিতে এই বছর মোট পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে চলেছে।
এই বছর আইপিএল হবে দুবাই, আবুধাবি এবং শারজাতে। আর তাই আমিরশাহির আরও দুই জায়গাতে ডোপ কন্ট্রোল স্টেশন বসতে চলেছে।
নাডার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে তাই নো কন্টাক্ট পদ্ধতিতে এবারের সমস্ত ডোপ টেস্ট হবে।
আইপিএল শুরুর আগেই ভারতীয় তারকা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার ডোপ টেস্ট করা হবে।
এছাড়াও আইপিএল চলাকালীন আরও 50 জন ক্রিকেটারের রক্ত এবং মূত্রের নমুনা নেওয়া হবে এবং তার মাধ্যমে তাদের ডোপ টেস্ট করা হবে।