বাংলাহান্ট ডেস্কঃ মেদিনীপুরের অমিত শাহের (amit shah) সভায় বড় ধাক্কা পেল তৃণমূল (tmc)। মুকুল রায় অমিত শাহের হাত ধরে হাতে বিজেপির পতাকা তুলে নিলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদান করেই তৃণমূল প্রসঙ্গে উগরে দিলেন নিজের ক্ষোভ। মঞ্চ থেকেই সাবধান করলেন বাকি অন্যন্য তৃণমূল নেতৃত্বদের।
একই মঞ্চে তৃণমূলের বিরুধে হুঙ্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানাভাবে আক্রমণ করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দিকে। অমিত শাহ বললেন, ‘উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আপনি রাখতে পারেননি। দুর্নীতিমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েও কোন কাজ হয়নি। উলটে আমফানের টাকা পকেটে পুরেছে তৃণমূল’।
এখানেই থামলেন না অমিত শাহ। তিনি আরও বললেন, এমনকি করোনার মধ্যেও গরিবরা কেন্দ্রের দেওয়া জিনিস পায়নি। এমনকি সিএজি তদন্তের কথা বলছে হাইকোর্ট। আপনার তো লজ্জা হওয়া উচিত দিদি। ভোট আসতে আসতে দেখবেন দলে আপনি একা রয়ে গেছেন’।
শনিবার মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে বিজেপিতে যোগ দেন ৯ জন বিধায়ক ও ১ জন সাংসদ। এছাড়াও বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। এছাড়াও বহু তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন আজের সভায়।