দুর্ঘটনায় আহত হন ভিখারি! উদ্ধার করতে গিয়ে পকেট থেকে মিলল লক্ষ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক: ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে কোনোরকমে জীবনধারণ করেন ভিক্ষুকেরা (Beggars)। অন্তত এই ছবিই সচরাচর দেখা যায়। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আপনাদের কাছে আজ আমরা এমন একটি ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত করব যা নিঃসন্দেহে অবাক করে দেবে সবাইকে। সম্প্রতি দুর্ঘটনায় আহত এক ভিখারির জামার পকেট থেকে মিলেছে লক্ষাধিক টাকা। এমনকি, এহেন ঘটনা প্রত্যক্ষ করে অবাক হয়ে গিয়েছে পুলিশও।

এমতাবস্থায়, এই ঘটনাই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত শনিবার বিকেলে এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে। সেখানে একজন ভিখারি দুর্ঘটনার সম্মুখীন হন। তাঁকে উদ্ধার করতে গিয়েই তাঁর পকেটে মেলে লক্ষাধিক টাকা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, ওই ভিখারির কাছে মোট ৩ লক্ষ ৬৪ হাজার টাকা পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, সব ক’টি ২ হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। ওই ভিক্ষুকের নাম হল শরিফ বাউঙ্ক।

এদিকে, ওই দুর্ঘটনায় একটি পা ভেঙে গিয়েছে তাঁর। যদিও, এক ভিক্ষুকের কাছে কিভাবে এই বিপুল পরিমান অর্থ এল সেই বিষয়ে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে, ওই উদ্ধার হওয়া অর্থ পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি, ওই টাকার সঠিক উৎস খোঁজারও চেষ্টা করছে পুলিশ।

whatsapp image 2022 12 18 at 2.53.43 pm

এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক মনোজ কুমার পাণ্ডে জানিয়েছেন, “৫০ বছর বয়সি ওই ব্যক্তি পিপরাইচ এলাকার বাসিন্দা। আমরা জানতে পারি যে, এক বধির ভিক্ষুক দুর্ঘটনার কবলে পড়েছেন। ঘটনাস্থলে পৌঁছে দেখি তিনি যন্ত্রণায় রীতিমতো কাতরাচ্ছেন। তাঁকে হাসপাতালে পাঠানোর জন্য আমরা তাঁর পরিচয়পত্র খুঁজছিলাম। আর সেই সময়েই তাঁর পকেট থেকে ওই বিপুল টাকা মেলে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর