দীর্ঘ ১৫ বছর পর ফিরছে বেহুলা-লখিন্দর জুটি! আবেগঘন দর্শকরা, কোন সিরিয়ালে?

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের চাহিদায় বারবার পৌরাণিক গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিয়াল (Serial)। ভালো টিআরপিও পেয়েছে ধারাবাহিকগুলি। বাংলা সিরিয়ালের ইতিহাস ঘাঁটলে এমনি একটি ধারাবাহিকের প্রসঙ্গ ওঠে। তা হল ‘বেহুলা’। মনসামঙ্গল কাব্যের বেহুলা লখিন্দরের গল্প নিয়ে তৈরি হয়েছিল ধারাবাহিকটি, যা বহু দর্শকের মন জয় করে নিয়েছিল। সিরিয়ালের (Serial) মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল দে এবং অর্ক্যজ্যোতি পাল চৌধুরী।

দীর্ঘ সময় পর ফিরছে বেহুলা লখিন্দর (Serial) জুটি

প্রায় ১৫ বছর আগে স্টার জলসায় সম্প্রচারিত হয়েছিল সিরিয়ালটি (Serial)। কিন্তু ধারাবাহিকটির গল্প, প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর অভিনয় আজো দর্শকদের মনের কোণে রয়ে গিয়েছে। বেহুলা লখিন্দর জুটি অর্থাৎ পায়েল এবং অর্ক্যজ্যোতিও এগিয়ে গিয়েছেন নিজেদের কেরিয়ারে। বেশ অনেকগুলি প্রোজেক্টে কাজ করে ফেলেছেন দুজনে। এবার আবারো একই ধারাবাহিকে ফিরছেন এই জুটি।

Behula lokhindor duo is coming back in this serial

পায়েলের সঙ্গে দেখা যাবে অর্কজ্যোতিকে: না, নতুন কোনো সিরিয়াল (Serial) নয়। আসলে সান বাংলায় ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছেন পায়েল। সেখানেই নেতিবাচক চলিত্র ‘রেয়ান’ এর ভূমিকায় পা রাখতে চলেছেন অর্কজ্যোতি। জানা যাচ্ছে, বাড়ির মেয়েথ মন জয় করতে সিরিয়ালে (Serial) এন্ট্রি হচ্ছে তাঁর।

আরো পড়ুন : খুঁদকুড়োর মতো TRP, সিরিয়াল বন্ধের জল্পনা তুঙ্গে, আকাশ থেকে পড়ে জি এর নায়িকা বললেন…

কেমন চরিত্রে অভিনয় করবেন: এই মুহূর্তে জি বাংলার ‘আনন্দী’ সিরিয়ালেও (Serial) অভিনয় করছেন অর্কজ্যোতি। এখানেও নেতিবাচক রকেট চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মূলত ইতিবাচক বা নেতিবাচক পার্শ্বচরিত্রেই দেখা মেলে তাঁর। এবার নতুন সিরিয়ালে (Serial) অর্কজ্যোতির অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরো পড়ুন : ‘খুব ভয় পেয়ে গিয়েছিলাম’, প্রথম দেখাতেই যা কাণ্ড করেছিলেন দিতিপ্রিয়া… ঘাবড়ে যান প্রেমিক!

প্রসঙ্গত, ২০১০ সালে সম্প্রচারিত হয়েছিল বেহুলা সিরিয়ালটি। সেখানে পায়েল অর্কজ্যোতির জুটি সকলেই খুব পছন্দ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারো এক সিরিয়ালে তাঁরা। যদিও এবার নায়িকা ‘আলো’র জীবনে নতুন সমস্যা নিয়ে হাজির হতে চলেছে ‘রেয়ান’। কীভাবে এই সমস্যা থেকে রেহাই পাবে আলো সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর