‘মুসলিমদের শুধু ভারতীয় হওয়াই যথেষ্ট নয়”, ফের বিজেপিকে নিয়ে বিস্ফোরক মেহবুবা মুফতি

বাংলাহান্ট ডেস্ক : এবার হিজাব বিতর্কে বিজেপির বিরুদ্ধে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিভেদ করার অভিযোগ এনে সরব হলে জম্মু এবং কাশ্মীর পিপিলস ডেমোক্রেটিক পার্টির (PDT) নেত্রী মেহেবুবা মুফতি। তাঁর দাবি, এদেশে থাকতে গেলে মুসলমানদের শুধু ভারতীয় নাগরিক হওয়াই যথেষ্ট নয়, তাঁদেরকে বিজেপি সমর্থকও হতে হবে।

এই প্রসঙ্গে এদিন শ্রীনগরে পিডিটি প্রধান মেহেবুবা মুফতি বলেন,’শুধুমাত্র হিজাব বিতর্কেই থেমে থাকবে না বিজেপি। ক্রমাগত আক্রমণ চালিয়ে মুসলিমদের সমস্ত চিহ্ন এবং সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালাবে তারা। এই মুহুর্তে মুসলিমদের ভারতে নিরাপদ ভাবে থাকতে গেলে শুধু ভারতীয় হওয়াই যথেষ্ট নয়, বিজেপির সমর্থক হওয়াও জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমরা সীমানা সংক্রান্ত রিপোর্টে কোনো ভাবেই বিস্মিত নই। বিজেপির এজেন্ডা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিলিমিটেশন কমিশন তৈরি করা হয়েছে। সংবিধানের প্রতি কোনো শ্রদ্ধাই নেই বিজেপির। সবকিছু তছনছ করা হচ্ছে। বিজেপির নির্বাচনী এলাকাকে শক্তিশালী করার জন্য করা হচ্ছে এই সমস্ত কিছু।’

বিজেপি মুসলিমদের অধিকার কেড়ে নিচ্ছে এই অভিযোগও আনেন মেহেবুবা। তাঁকে বলতে শোনা যায়, ‘রাজ্যে সংখ্যাগরিষ্ঠদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। নির্বাচনী এলাকাগুলি এমনভাবে ঠিক করা হয়েছে যাতে বেশ কিছু জায়গায় আমরা ভোট দিই বা না দিই কিছুই এসে যায় না।’ শুধু জম্মু ও কাশ্মীরেই নয়, গোটা দেশেই নাথুরাম গডসের এজেন্ডা চালাচ্ছে বিজেপি, এই দাবিও করতে দেখা যায় তাঁকে।

images 2021 06 26T194404.072

বিজেপির ঘোরতর নিন্দা করে তিনি বলেন, ‘গডসের এজেন্ডায় মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বিজেপি। নিজেদের সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য এই কাজ করছে তারা। এটি কখনওই স্বীকার করা যায় না’। চলতি বছরেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন দেশে। তারমধ্যেই হিজাব বিতর্ক নিয়ে উত্তাল গোটা দেশ। এহেন পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের এই নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তোলা এহেন অভিযোগে যে তোলপাড় জাতীয় রাজনীতি, তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর