বাংলা হান্ট ডেস্ক: বর্তমান পরিস্থিতি নিয়ে একটা বই লিখতে চান বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু শরীর ভেঙে পড়ছে বারবার। তবে এখন, আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
লোকসভা ভোটের আগে থেকেই শরীর ভেঙে পড়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। বাড়ি থেকে খুব একটা বাইরে বেরোতেন না তিনি, এমনকি এবারের লোকসভা ভোটে শত ইচ্ছে থাকলেও ভোট দিতে পারেননি বুদ্ধদেব বাবু। ফেব্রুয়ারিতে বামেদের ব্রিগেডে এসেও গাড়ি থেকে বাইরে বেরোননি।
কিন্তু সূত্রে খবর, বর্তমানে বুদ্ধদেবের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটেছে। এতদিন তরল খাবার খেয়েই চলছিল তাঁর, এখন বাড়ির রান্না খেতে পারছেন তিনি। নিজে নিজেই শৌচালয়েও যেতে পারছেন, তবে অক্সিজেন সাপোর্ট এখনো চলছে।
বুদ্ধদেব বাবুর শরীর অশক্ত হলেও মনোবল এখনো ভেঙে যায় নি, লেখালেখি করার ইচ্ছা এখনো তার প্রবল। নিজের ঘনিষ্ঠদের কাছে একটি বই লেখার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। ঠিক যেমনভাবে আগের বইটি প্রকাশের সময় দলের একজনকে জানিয়েছিলেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার