বাংলা থেকে বোসের বিদায়! নতুন রাজ্যপাল হচ্ছেন সুপ্রিম কোর্টের ‘বিতর্কিত’ প্রাক্তন বিচারপতি বেলা ত্রিবেদী?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে আবারও বদল হতে চলেছে বাংলার রাজ্যপাল (WB Governor)? রাজ্য রাজনৈতিক মহলে কান পাতলে এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, বাংলার বর্তমান রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস নাকি খুব শীঘ্রই সরে যেতে চলেছেন পদ থেকে। আর তাঁর জায়গায় নতুন যে নামটি শোনা যাচ্ছে তা হল, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা এম ত্রিবেদীর, যিনি সদ্য অবসর নিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতির পদ থেকে। তিনিই নাকি বোসের পর সামলাতে চলেছেন বাংলার রাজ্যপাল (WB Governor) পদের দায়িত্ব।

বাংলায় খুব শীঘ্রই রাজ্যপাল (WB Governor) বদল?

সূত্রের খবর বলছে, কেন্দ্রের তরফে নাকি রাজ্যপাল (WB Governor) বদলের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে। সব ঠিক থাকলে এবং শেষ মুহুর্তে কিছু না বদলালে সি ভি আনন্দ বোসের জায়গায় বেলাই আসতে চলেছেন বলে জানা যাচ্ছে। সি ভি আনন্দ বোসের বদলের নেপথ্যে অসুস্থতা নাকি অন্য কোনো কারণ আছে তা স্পষ্ট নয়। তবে ওয়াকিবহাল মহল বলছে, বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলা আইনজ্ঞ রাজ্যপাল (WB Governor) এনে জমি শক্ত করতে চাইছে কেন্দ্র।

Bela m trivedi to reportedly take wb governor position next

বেলা ত্রিবেদীর কর্মজীবন একনজরে: উল্লেখ্য, এর আগে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটের আইন দপ্তরের সচিব ছিলেন বেলা এম ত্রিবেদী। তারপর গুজরাট হাইকোর্টের বিচারপতি হন তিনি। সেখান থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব নেন। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন একাধিক বার বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। বিশেষ করে আইনজীবীদের কাঠগড়ায় তোলার জন্য বার অ্যাসোসিয়েশনের ক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি।

আরো পড়ুন : পরপর দুদিন অনুপ্রবেশের চেষ্টা সলমনের অ্যাপার্টমেন্টে! নিরাপত্তার কড়াকড়ির মাঝেও বিপদে ভাইজান?

নাম জড়িয়েছে বিতর্কে: সুপ্রিম কোর্টের বিচারপতির চেয়ারে থাকার সময় বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বেলা এম ত্রিবেদী (WB Governor)। একাধিক আইনজীবীর সঙ্গে বিতর্কে জড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন : পূর্ণমের ‘ঘর ওয়াপসি’, পাকিস্তানে আটক হওয়ার এক মাস পর বাড়ি ফিরছেন BSF জওয়ান, আনন্দে ভাসছে পরিবার

গত বছর একটি মামলা চলাকালীন এক আইনজীবীর বিরুদ্ধে সাক্ষ্য গোপন করার অভিযোগও এনেছিলেন বিচারপতি ত্রিবেদী। এমনকি তার জেরে ওই আইনজীবীকে সাজাও দিয়েছিলেন তিনি। বহুবার ক্ষমা চেয়েও রেহাই পাননি ওই আইনজীবী। এর জেরে বিচারপতির শেষ কাজের দিনে তাঁর বিদায় সংবর্ধনাও বয়কট করেছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X