কলকাতার এক্কেবারে কাছে, শান্ত নদী ঘোরা এই জায়গায় গেলেই জুড়োবে মন, পাবেন শান্তি

বাংলাহান্ট ডেস্ক : গোটা বাংলা জুড়ে বর্ষার বৃষ্টি চলছে। এমন সময় হাতে দু দিনের ছুটি পেলে অনেকের মনই ঘুরুঘুরু করতে চায়। বর্তমানে বেশি দিনের ছুটি পাওয়া অনেকের পক্ষেই অসম্ভব ব্যাপার। তাই অনেকেই চান দু-তিন দিনের ছুটিতে কাছে থেকে কোথাও ঘুরে আসতে। এবারের বর্ষায় উইকেন্ডে ঘুরতে যাওয়ার জন্য এমনই একটি জায়গা হল বেলাড়ী গ্রাম (Belari village)।

ছোট্ট এই গ্রামের নাম অনেকেই শোনেননি। তবে শীতকালে কিছু পর্যটক এই গ্রামে ঘুরতে আসেন। বছরের অন্যান্য সময় এই গ্রামে বিশেষ একটা পর্যটকদের ভিড় দেখা যায় না। বর্ষাকালে এই গ্রামটিতে আপনারা নিরিবিলিতে দুদিন কাটিয়ে আসতে পারেন। সবুজে ঘেরা এই গ্রাম অবস্থিত হুগলি নদীর পাড়ে। একদিকে সবুজ প্রান্তর, অন্যদিকে, হুগলি নদী, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ।

এই নদীতে সারাবছর জল থাকলেও বর্ষাকালে এই নদী হয়ে ওঠে সদ্য যৌবনপ্রাপ্ত এক নারী। বর্ষায় এই নদীর যৌবন শিখা জ্বলে ওঠে দাউ দাউ করে। চোখে পড়ার মতো এই নদীর স্রোত। যেন মাতাল কোনও এক নদী ছুটে যেতে চায় আপন মনে। নদীর ইতি-উতি ছড়িয়ে থাকে মাছ ধরার নৌকা। নদীর পাড়ে বসে স্রোত তরঙ্গের যৌবনের খেলা দেখতে দেখতেই কেটে যাবে দু-তিন দিন।

belari village4 1690470924

কলকাতা থেকে মাত্র ৫৭ কিলোমিটার দূরে অবস্থিত বেলাড়ী গ্রাম। কলকাতা থেকে সড়কপথে গাড়িতে মাত্র দেড় ঘণ্টায় আপনারা এই গ্রামে পৌঁছে যাবেন। ট্রেনে করে আসতে হলে আপনাদের নামতে হবে উলুবেরিয়া স্টেশনে। স্টেশন থেকে টোটো ভাড়া করে পৌঁছাতে হবে বেলাড়ী মোড়। এখান থেকে পায়ে হেঁটেই আপনারা পৌঁছাতে পারবেন বেলাড়ী গ্রাম।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর