জুটি হিসাবে শেষ ছবি, সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের জন্মবার্ষিকীতেই প্রকাশ‍্যে এল ‘বেলাশুরু’র প্রথম ঝলক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সৌমিত্র চট্টোপাধ‍্যায় (soumitra chatterjee), মানুষটা খাতায় কলমে ‘নেই’ হয়ে গিয়েছেন দেড় বছর আগে। কিন্তু ‘অপু’ এখনো জীবিত রয়েছেন বাঙালির মনে, সংষ্কৃতিতে। আজ, ১৯ জানুয়ারি শিল্পীর জন্মবার্ষিকী। সকাল থেকে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে নেটমাধ‍্যমে। এই দিনেই সৌমিত্র চট্টোপাধ‍্যায়কে স্মরণ করে ‘বেলাশুরু’র (belashuru) প্রথম ঝলক প্রকাশ‍্যে আনল উইন্ডোজ প্রোডাকশন।

শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ ছবিতে অভিনয় করে গিয়েছেন সৌমিত্র চট্টোপাধ‍্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত (swatilekha sengupta)। দুজনের কেউই আজ নেই। কিন্তু তাঁদের একসঙ্গে শেষ অভিনয় দেখার জন‍্য মুখিয়ে রয়েছে সিনেপ্রেমীরা। ছোট্ট ঝলকে আবারো একবার পর্দায় জীবন্ত হয়ে উঠলেন সৌমিত্র স্বাতীলেখা।


কয়েক সেকেণ্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, পরম যত্ন সহকারে স্ত্রী স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে তাঁরই কণ্ঠে রবীন্দ্রনাথের লেখা, ‘কত দুঃখ আছে, কত অশ্রুজল, প্রেমবলে তবু থাকিয়ো অটল’। দাম্পত‍্য নিয়ে এই উপলব্ধিই উঠে এসেছে প্রবীণ অভিনেতার কণ্ঠে।

শিবপ্রসাদ নন্দিতার ‘বেলাশেষে’তে বর্ষীয়ান দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র স্বাতীলেখা। সে ছবি দারুন জনপ্রিয় হয়েছিল। তবে জানা যাচ্ছে, ‘বেলাশুরু’ আগের ছবির সিক‍্যুয়েল নয়। একই অভিনেতা অভিনেত্রীদের টিম থাকলেও আলাদা পরিবারের গল্প উঠে আসবে এই ছবিতে। আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে বেলাশুরু।

https://www.instagram.com/p/CY5t7CFFifb/?utm_medium=copy_link

২০২০ র নভেম্বরে প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়। ২০২১ এর জুনে প্রয়াত হন স্বাতীলেখা। জুটি হিসাবে এটাই তাঁদের শেষ ছবি। এদিন প্রিয় সৌমিত্র কাকুকে শ্রদ্ধা ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, পরমব্রত চট্টোপাধ‍্যায়ের মতো অভিনেতারা।

সম্পর্কিত খবর

X