বাংলা হান্ট ডেস্কঃ ফের কাঠগড়ায় শাসকদলের নেতা (TMC Leader)। তোলা না দেওয়ায় অটো চালকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, মারধোরের পর ওই নেতা আহতদের বসিয়ে ফেসবুক লাইভ করেছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়া (Belgharia) এলাকায়।
ঠিক কী ঘটেছিল? তোলা না দেওয়ার অভিযোগে কামারহাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় এক অটোচালক ও তার দুই বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে কামারহাটির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রানা বিশ্বাস ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনায় তিন জন যুবক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতরা প্রত্যেকেই শাসকদলের কর্মী।
আহত তিন যুবকের মধ্যে দুজনের আশঙ্কাজনক হওয়ায় তাদের সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, শুধু মারধরই নয়, যুবকদের মারধরের পর আহত অবস্থাতেই তাদের বসিয়ে ফেসবুক লাইভ করা হয় বলেও অভিযোগ ওঠে ছাত্র পরিষদের ওই নেতার বিরুদ্ধে। তবে ফেসবুক লাইভে অভিযুক্ত নেতার দাবি যাদেরকে মারধর করা হয়েছে তারাই তোলাবাজি করেন।
লাইভে তিনি বলেন, এই ধরনের মানুষকে প্রথমে মেরে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া উচিৎ। প্রকাশ্যে শাসকদলের নেতার এই ঘটনায় ঢি-ঢি পড়ে গিয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই আহত যুবকদের পরিবার তরফে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে, এখনও পর্যন্ত অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে বেলঘড়িয়া থানার পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলেই জানা গিয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাস। পাশাপাশি ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব।