বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দিল ‘‌জলভূত’‌! ঘটনাটি আসলে কী

Published On:

বাংলা হান্ট ডেস্ক :বেলঘরিয়ায় আবাসনের চারতলার একটি পরিবার নাজেহাল জলভূতের হানায়,পরিবার তটস্থ ভূতুড়ে জল নিয়ে। ঘটনাটি হল কে যেন বিছানা থেকে বাড়ির ছাদ সর্বত্র জল ছিটিয়ে দিচ্ছে ফ্ল্যাটটিতে!‌ টানা একসপ্তাহের এই ঘটনায় যারপরনাই বিরক্ত ও চিন্তিত ফ্ল্যাটের লোকজন। জানা যাচ্ছে বাড়ির সিলিং, শোকেস, পড়ার টেবিল, ড্রইংরুম কিছুই বাদ যাচ্ছে না এই ভূতুড়ে জলের হাত থেকে। অনেক চেষ্টা করেও কিভাবে জল পড়ছে এটা ধরতে পারছেন না বাড়ির কেউ। এলাকায় রটে গিয়েছে, জলভূতের কারণেই নাকি বাড়িতে চলছে এমন কান্ড।

প্রসঙ্গত শুক্রবার পুরো বিষয়ের সত্যতা যাচাই করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে ডাকেন বাড়ির মালিক।অবশেষে সামনে আসে রহস্য! জানা যায়
এই ঘটনার পিছনে রয়েছে বাড়ির খুদে সদস্যটিই। ক্রিকেট খেলার অনুমতি না পেয়েই মা–বাবাকে ভয় দেখাতে এই কাণ্ড ঘটাচ্ছিল পঞ্চম শ্রেণীর ছাত্রটি। বিজ্ঞান মঞ্চের সদস্যদের কাছে একথা নিজেই বলেছে সে।

সম্পর্কিত খবর

X