বেলজিয়ামের রাজধানীতেই বেলজিয়ামের হার উদযাপন মরক্কো সমর্থকদের! জ্বলে উঠলো গোটা শহর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি ফিফা বিশ্বকাপের ম্যাচে রবিবার বেলজিয়ামের বিরুদ্ধে মরক্কোর ঐতিহাসিক জয়ের পর প্রবল হিংসার ঘটনার খবর এসেছে বেলজিয়াম থেকে। বেলজিয়ামের পুলিশ ইতিমধ্যেই মোট ১২ জনকে আটক করে এবং একজনকে গ্রেপ্তার করে। এই হার নিয়ে বিক্ষোভ দেখানোর সময়ে, বিক্ষোভকারীরা ব্রাসেলসে একটি গাড়ি এবং কয়েকটি বৈদ্যুতিক স্কুটারে আগুন ধরিয়ে দেয়।

জানা গিয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বেশ কয়েকটি অঞ্চলে এই ম্যাচ শেষ হয়ে হওয়ার পর প্রবল দাঙ্গা হয়েছে। এই বেআইনি ঘটনায় জড়িত অনেক ফুটবল সমর্থক মরক্কোর পতাকা বহন করেছে এই বিক্ষোভ চলাকালীন। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করে।

গতকাল দীর্ঘক্ষণ বেলজিয়ান পুলিশকে বেশ কয়েকটি এলাকায় কঠোর অবরোধ রাখতে বাধ্য হয়েছিল এবং আগ্রাসী লোকজনকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছিল। মরক্কোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স দেখে হতাশ হয়ে ক্ষুব্ধ মানুষ আগুন ধরিয়ে দেয় অনেক গাড়িতে। খবর পাওয়া যাচ্ছে ওই সময়ে মরক্কোর বংশোদ্ভূত কিছু সমর্থক বেলজিয়ামের রাস্তায় তাদের বিজয় উদযাপন করতে শুরু করে, যার জন্য ওই ঝামেলা আরও বিশাল আকার নেয়।

কাল বিশ্বকাপের জন্য ফেভারিট মনে করা বেলজিয়ামকে ২-০ ফলে উড়িয়ে দিলো মরক্কো। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা দুই ফুটবলার আবদেলহামিদ সাইবিরি এবং জাকারিয়া আবুকালালের গোলে দুরন্ত জয় পেয়েছে আফ্রিকার দলটি।

কালকের ম্যাচে চলতি কাতার বিশ্বকাপের প্রথম ফ্রি কিক দেখতে পেয়েছে ফুটবল বিশ্ব। সাইবিরি দুরহ কোণ থেকে নেওয়া ফ্রি কিক বাঁচাতে ব্যর্থ হন গত ম্যাচে কানাডার বিরুদ্ধে পেনাল্টি বসানো বেলজিয়াম গোলরক্ষক থিবো কুর্তুয়া। এরপর বেলজিয়াম মরিয়া হয়ে আক্রমণ করার চেষ্টা করলেও কোন লাভ হয়নি। উল্টে চেলসি তারকা হাকিম জিয়াচের পাস থেকে টপ কর্নারে ফিনিশ করে আপাতত নিজের দেশকে গ্রুপ শীর্ষে নিয়ে গেলেন জাকারিয়া।


Reetabrata Deb

সম্পর্কিত খবর