এই মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম প্রধান ভরসা ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। দলের প্রয়োজনে ব্যাট-বল হাতে সব সময় জ্বলে ওঠেন তিনি। যখন যেটা প্রয়োজন তখন সেই দিক দিয়ে পারফরম্যান্স করেই তিনি দলকে ম্যাচ জেতান। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাটে ভর করেই ম্যাচ জেতে ইংল্যান্ড। অনেকেই মনে করছেন এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকস।
করোনার প্রকোপ কাটিয়ে দীর্ঘদিন পর ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের মধ্যে দিয়ে বাইশ গজে ক্রিকেট ফিরেছে। আর প্রথম টেস্ট সিরিজেই জ্বলে উঠেছে বেন স্টোকসের ব্যাট। প্রথম টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বেন স্টোকস 176 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। আর বেন স্টোকসের এই ইনিংসের ওপর ভর করেই রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।
তবে এই দিন সেঞ্চুরি করার পরে বেন স্টোকস এক অদ্ভুত সেলিব্রেশন করেন। ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি করে আবেগঘনিত বেন স্টোকস হাতের তিনটি আঙ্গুল মুড়ে এক অদ্ভুত সেলিব্রেশন করেন। তবে তার এই সেলিব্রেশন এর পেছনে রয়েছে অন্য এক কারণ। বেন স্টোকস জানিয়েছেন তিনি তার বাবাকে সম্মান জানিয়েই এই রকম সেলিব্রেশন করেন। কারণ তাঁর বাবা ছিলেন একজন রাগবি খেলোয়ার, রাগবি খেলতে গিয়ে তার বাবার আঙ্গুল কাটা পড়েছিল। আর তাই তিনি তার বাবা কে সম্মান জানিয়ে এই ধরনের সেলিব্রেশন করেন।