আন্তর্জাতিক স্তরে ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। কিছুটা বাড়ির চাপে এবং কিছুটা পরিবারের উপর দায়বদ্ধতা থেকে তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। তার পরিবারের সকলেই পড়াশুনার পথে হেঁটেছেন, সেই রেওয়াজ ধরে তিনিও পড়াশোনার পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। তিনি এখন ডাক্তার হয়ে দেশের সেবা করছেন। বর্তমান কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
এমন পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই দেশের সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যে, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে ত্রাতার ভূমিকা পালন করছেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। তাই ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক। তাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিছু ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।
আর তাই এবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক মহৎ উদ্যোগ নিয়েছে। ইংল্যান্ড ক্রিকেট দল ‘রেইজ দ্যা ব্যাট’ নামে একটি ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন-এর মূল উদ্যোগই হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রাপ্য সম্মানটুকু জানানো। করোনা পরিস্থিতিতে তারা যেভাবে বুক চিতিয়ে লড়াই করছেন তাদের এই লড়াইয়ের বিনিময়ে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ায় এই ক্যাম্পেইন এর মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যেই এই দিন ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার বেন স্টোকস ভারতীয় ডাক্তার বিকাশ কুমার এর নাম লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন। আর এতে ভীষণ খুশি হয়েছেন বিকাশ কুমার। তিনি জানিয়েছেন আমার ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও আজ এই দৃশ্য দেখে আমার সেই স্বপ্ন অনেকখানি পূরণ হয়ে গেল।