এটি ফল নয় একবারে জাদুকাঠি, ড্রাগন ফলের জব্দ হয় ক্যান্সার, রক্তচাপ, দূর হয় বলিরেখা!

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ডে কত মানুষ যে রোগে আক্রান্ত হচ্ছে তার ঠিক ঠিকানা নেই। মানুষ যত উন্নত হচ্ছে ততই রোগ (Dragon Fruit) যেন শরীরে বাসা বাঁধছে। তবে রোগ শুধু শরীরে বাসাই বাঁধচ্ছে তা নয়, একইসাথে আপনাকে মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে। বুকে ব্যথা, পেটে ব্যথা, হাতে ব্যথা, চোখে ব্যথা হাজারো একটা রোগের সমস্যায় জর্জরিত সকলেই। রোগ যেমন আছে তেমনি রোগ নির্মূলেরও উপায় রয়েছে। তবে তার জন্য আপনাকে সব সময় এলোপ্যাথিক কিংবা আয়ুর্বেদিক ওষুধ খেতে হবে না। একটি মাত্র ফলই শরীর থেকে বহু রোগ তাড়াতে সক্ষম। আর সেই ফলের নাম হচ্ছে ড্রাগন ফল (Dragon Fruit)।

কি এই ড্রাগন ফলের (Dragon Fruit) কথা শুনে জিভে জল আসছে তাই না। যদি একসময় এটি শুধুমাত্র বিদেশেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন ভারত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ফলের চাষ হচ্ছে। তবে এই ফল শুধু স্বাদেই সেরা নয় রোগ তাড়াতেও সেরার সেরা। গবেষকদের মতে, এই ড্রাগন ফল ক্যান্সার থেকে শুরু করে, রক্তচাপ নিয়ন্ত্রণ, ওজন বৃদ্ধির মতো সমস্যা দূর করে।

Benefits of Dragon Fruit

ড্রাগন ফল (Dragon Fruit) ঠিক কি কি রোগ দূর করে দেখুন:

১) ডায়াবেটিস: ড্রাগন ফল (Dragon Fruit) আপনার শরীরে খারাপ ডায়াবেটিস বাসা বাঁধতে দেয় না। এতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান শরীরের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকলে শরীরও ঠিক থাকে।

আরো পড়ুন : এবার এই শহরে বিলাসবহুল বাড়ি কিনলেন ফুটবল তারকা নেইমার, দাম জানলে আঁতকে উঠবেন

২) ক্যান্সার: চিকিৎসকদের মতে, ক্যান্সারের মতো মারণ রোগকে সারিয়ে তুলতে সক্ষম ড্রাগন ফল (Dragon Fruit)। কারণ এতে রয়েছে বিটালেইন, ক্যারোটিনয়েড নামে গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদানগুলি আপনার শরীরকে ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে প্রতিরোধ করে।

আরো পড়ুন : আম্বানির চালে এবার বাড়ল মাস্কের টেনশন! আনতে চলেছেন ভারতের প্রথম হিউম্যানয়েড রোবট

৩) রক্তচাপের মাত্রা: যাদের রক্তচাপের মত সমস্যা রয়েছে তারাও এই ফলটি খেতে পারেন। চিকিৎসকদের মতে ড্রাগন ফলে (Dragon Fruit) রয়েছে নিম্নমাত্রায় লবণ। মূলত আমাদের শরীরে লবণের মাত্রা বেড়ে গেলেই রক্তচাপের মাত্রা বেড়ে যায়। লবণের মাত্রা সঠিক রাখতে এই ড্রাগন ফল (Dragon Fruit) খাওয়া উচিত।

৪) ত্বকের চর্চা: প্রায় প্রত্যেক ছেলে মেয়েরাই বর্তমানে নিজের ত্বকের সমস্যা নিয়ে ভুগছেন। আর এই সমস্যা থেকে দূরে থাকতে ড্রাগন ফল (Dragon Fruit) খান। কারণ এতে রয়েছে অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার ত্বক কুঁচকে যাওয়া, বলি রেখা পড়া, অকালে চুল পেকে যাওয়ার মত সমস্যা থেকে রেহাই দেয়।

৫) হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়: ড্রাগন ফলে (Dragon Fruit) রয়েছে ভরপুর আয়রন। শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে এই ফলটি খান।

৬) কোলেস্টেরল: আজকাল প্রায় সকলেই কোলেস্টেরলের সমস্যায় ভুগতে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে ড্রাগন ফল (Dragon Fruit) জরুরী। কারণ এই ফলের বীজে থাকা ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার শরীরকে খারাপ কোলেস্টেরলের হাত থেকে বাঁচায়।

এছাড়াও এই ফলটির রোগ প্রতিরোধ ক্ষমতা, ওজন হ্রাস, পেটের স্বাস্থ্য ভালো রাখা, হাড় ক্ষয় সমস্যা দূর করে, ক্ষতস্থান সারিয়ে তুলতেও বেশ সাহায্য করে।

ad

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর